নেটাগরিকেরা এক ভয়ঙ্কর ভার্চুয়াল আত্মহত্যার সাক্ষী থাকলেন। ওই আত্মঘাতী ভদ্রলোক নিজেই নিজের আত্মহত্যার ভিডিও করেছেন। ওই ব্যক্তির নাম রমেশ যাদব। তিনি পেশায় রেলকর্মী। আর আত্মহত্যা করলেন রেললাইনেই। ঘটনাটি কানপুরের পানকি স্টেশনে ঘটেছে। গতকাল তিনি নিজেই পানকি স্টেশনে আত্মঘাতী হন। তিনি ওই ভিডিওতে নিজের মৃত্যুর কারণও বলে গেছেন মৃত্যুর আগে। যদিও খুব অদ্ভুত কারণ। রমেশ ছুটি চেয়েছিলেন কিন্তু রেল দপ্তর থেকে সেই ছুটি মঞ্জুর না করে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পেশায় রেলকর্মী কানপুরের বাসিন্দা রমেশ যাদব। গতকাল পনকি স্টেশনে তিনি আত্মঘাতী হন। তিনি নিজেই আত্মহত্যার পুরো ভিডিয়োটি রেকর্ড করেছেন। ৩০ সেকেন্ডের এই আত্মহত্যার ভিডিয়োটি। যে কেউ ভিডিয়োটি দেখলে শিউরে উঠতে পারেন। এই ভিডিয়োটি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, রমেশ যাদব রেললাইনের উপর শুয়ে রয়েছেন। ট্রেনে কাটা পড়েছে শরীরের অর্ধেক অংশ। তখনও অক্ষত রয়েছে কোমর থেকে উপরের অংশ। কিছুক্ষণ শান্ত অবস্থায় ছিলেন। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তার ১০ মিনিট পর।
ঠিক ছিল রেলকর্মী রমেশ যাদব শ্যালকের বিবাহ অনুষ্ঠানে যাবেন। সেইমতো তাঁর ঊর্ধ্বতন কর্মীর কাছে ছুটির আবেদনও করেছিলেন। কিন্তু পরিবার দাবি করেছে, রমেশের ছুটি মঞ্জুর করতে চাননি সেই আধিকারিক। খুব হতাশ ছিলেন রমেশ শ্যালকের বিয়েতে যেতে পারবে না ভেবে এবং আধিকারিকের এরকম আচরণে।
গতকাল তিনি পনকি স্টেশনে যান। আচমকাই শুয়ে পড়েন রেললাইনের উপর। নিজের ফোনের ভিডিয়ো রেকর্ডারটিও চালু করে দেন। ততক্ষণে তাঁর শরীরের অর্ধেকাঁশ কেটে চলে গিয়েছে একটি ট্রেন। শরীর আলাদা হয়ে গিয়েছিল কোমরের অংশ থেকে। কিন্তু আগের মতোই শুয়ে ছিলেন রমেশ। নিশ্চুপ, শান্ত। রমেশ তখনও বেঁচে ছিলেন। তাঁর শারীরিক যন্ত্রণার অভিব্যক্তি দেখা যায়নি। স্টেশনে প্রত্যক্ষদর্শীরা খবর দিয়েছিলেন। রমেশের দেহ জিআরপি এসে উদ্ধার করে নিয়ে যায়।