Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

এবারে বাংলা পাঠ্যে সুশান্ত সিং রাজপুত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল সুশান্ত অনুগামী!

বেশ কিছু বাংলা পাঠ্য বইতে সুশান্ত সিং রাজপুতের ছবি ব্যবহার করা হয়েছে । কখনও ‘বাবা’ হিসেবে বা কখনও ‘মানুষ’-এর উদাহরণ হিসেবে ‘ছিছোড়ে’ ছাপানো হয়েছে অভিনেতার ছবি!

এবারে বাংলা পাঠ্যে সুশান্ত সিং রাজপুত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল সুশান্ত অনুগামী!

প্রায় এক বছর আগে জুন মাসের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর একটি রবিবার সামনে আসে । মুম্বইতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর ফ্ল্যাটেই । তরুণ অভিনেতার এভাবে চলে যাওয়া তাঁর পরিবার থেকে শুরু করে অনুরাগীরা মেনে নিতে পারেননি । মৃত্যুর কারণ নিয়ে ধোয়াঁশা তৈরি হয় । ‘জাস্টিস ফর সুশান্ত’ হ্যাশট্য়াগে অভিনেতার রহস্য মৃত্যুর বিচার চাইতে থাকেন সকলে।
এবার অভিনেতা পাঠ্য বইতেও জায়গা করে নিলেন । অভিনেতার ছবি কখনও পরিবার বোঝাতে আবার কখনও মানুষ বোঝাতে স্কুলের বাংলা পাঠ্য বইতে ব্যবহার করা হয়েছে । প্রথম বিষয়টি অভিনেতার কাছের বন্ধু ও ‘Justice 4 SSR’-এর অন্যতম মুখ স্মিতা পারিখ সামনে আনেন । স্মিতা লিখেছেন, ‘আরেক বাংলা বইতে সুশান্তের ছবি ব্যবহার করা হয়ছে পরিবারে বাবার গুরুত্ব বোঝাতে । আমি গর্বিত। আমাদের শিক্ষা দফতরও মনে করে ওঁ সেরা, তা পরিষ্কার বোঝা যাচ্ছে ।’ নিজের টুইটে স্মিতা, সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা ও মিঠু সিং-কে ট্যাগ করেছেন । সেখানে সুশান্ত অভিনীত বিখ্যাত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র একটি ছবি ব্যবহার করা হয়েছে । যেখানে দেখানো হয়েছে বাবা হিসেবে সুশান্ত ও মা হিসেবে অঙ্কিতা লোখান্ডকে ।
আরেক বইতে আবার মানুষ ও জন্তুর মধ্যে ফারাক বোঝাতে সুশান্তের ছবি ব্যবহার করা হয়েছে । টুইটারে সুশান্তের আরেক ভক্ত স্যান্ডি একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছোট বোনের স্কুলের বিজ্ঞান বই এটা। ও তৃতীয় শ্রেণীতে পড়ে। এই অধ্যায়ে মানুষ কোনটা, জন্তু কোনটা শেখানো হয়েছে। আর সুশান্তের ছবি ব্যবহৃত হয়েছে মানুষের উদাহরণ হিসেবে।’
বাংলা পাঠ্য বইতে এভাবে অভিনেতার ছবি ব্যবহারে বেশ খুশি সুশান্তের ভক্তরা । সোশ্যাল মিডিয়ায় সকলেই নিজেদের সেই উচ্ছ্বাস তুলে ধরেছেন । বিচার মিলবেই এই আশাতে তাঁদের অন্যতম প্রিয় অভিনেতাকে সকলে আরও একবার মনে করেছেন ।

Related posts

সম্বল বলতে ১২টি আম , তাই বেচে এক লক্ষ টাকা পেল জামশেদপুরের এই ছোট্ট মেয়ে!

dainikaccess

মাস্ক পরতে বলায় রাগ অপমানিত কোটিপতি, ব্যাংক কর্মীকে শিক্ষা দিতে গোনালেন নগদ ৫.৮ কোটি টাকা

News Desk

মেয়েদের ভালোবাসা প্রদর্শনে স্তনে থুথু থেকে মাথা ন্যাড়া! কোথায় আছে এমন অদ্ভুত নিয়ম জানেন

News Desk