Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গোপনে স্ত্রীর অশ্লীল ছবি তুলে ২৫ লাখ টাকা দাবি স্বামীর! দাবী না মেটালে ছবি ভাইরাল করার হুমকি

লখনউয়ের ইন্দিরানগর থেকে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যেখানে খোদ স্বামী নিজের স্ত্রীর অশ্লীল ছবি তুলে তা ভাইরাল করার হুমকি দিয়েছেন। এই মর্মে এক তরুনী থানায়,তার কানপুরের বাসিন্দা স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগে তিনি অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করা, গয়না এবং নগদ সহ যৌতুকের জিনিস হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছে।

ইন্দিরানগরের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক যুবতী কানপুরের ঠাকুর রোডের বাসিন্দা স্বামী আতেক রেহমানের বিরুদ্ধে গোপনে তার অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ এনেছেন। ইন্দিরানগর থানায় স্বামীর পাশাপাশি শাশুড়ি আনিস ফাতেমা, ননদ শফিকা সাবিহা ও দেওর আমরীন জিয়াউর রহমানের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ওই মহিলা।

porn shoot in kolkata

অভিযোগে তিনি জানিয়েছেন যে 20 সেপ্টেম্বর 2018 তারিখে বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামী মহিলার পরিবারের পেট্রোল পাম্প ব্যবসায় এবং দুটি ফ্ল্যাটের অংশ দাবি করতে থাকে। 12 জানুয়ারী 2021 তে, দাবি পূরণ না করায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই নিয়ে থানায় রিপোর্ট দাখিল করার পর, 22 জুন, 2021-এ স্বামী সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। মেয়েটির অভিযোগ, সমঝোতার সময় তিনি স্বামীর দেওয়া গয়না ফেরত দিয়েছিলেন। কিন্তু মামলা তুলে নিলেও তার বিয়েতে দেওয়া যৌতুক, নগদ টাকা, জামাকাপড় ইত্যাদি ফেরত দিতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন।

মেয়েটির অভিযোগ, স্বামী গোপনে তার অশ্লীল ছবি তুলেছিলেন। এখন বিনিময়ে ২৫ লাখ টাকা চেয়ে হুমকি দিচ্ছে। টাকা না দিলে এই ছবি ভাইরাল করে দেবে এমন হুমকি দিচ্ছে।

ইন্দিরানগর থানার পরিদর্শক ডাঃ রামফল প্রজাপতি জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে প্রতারণা, হুমকি দেওয়া ও অসততার মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পর সাব-ইন্সপেক্টর ভারত পাঠককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

চূড়ান্ত অমানবিক! দীপাবলিতে পথ কুকুরের গায়ে বাজি বাঁধায় অর্ধেক পা উড়ল কুকুরের

News Desk

পাকিস্তানে মুখোমুখি দুই যাত্রীবাহী ট্রেন, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩০, জখম ৫০

News Desk

ভারতের দৈনিক করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে, এরাজ্যের কোভিডগ্রাফে উদ্বেগ বৃদ্ধি

News Desk