Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী, কমলো দৈনিক সংক্রমণ, চিন্তা ধরাচ্ছে মৃত্যুহার

করোনা মহামারীর তৃতীয় ঢেউ সামলে নিচ্ছে ভারত। দেশের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমের দিকে, করোনা গ্রাফ নিম্নমুখী। অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। কিন্তু দৈনিক করোনা সংক্রমণ কমলেও মৃত্যুহারের তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছেনা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে কোভিড পজিটিভ ২৭ হাজার ৪০৯ জন গত ২৪ ঘণ্টায়। যা প্রায় ২০ শতাংশ কম সোমবারের তুলনায়। ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে ৮২,৮১৭ জন করোনার (Coronavirus)কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৭.৮২ শতাংশ বেড়ে দাঁড়াল। বেশ সন্তোষজনক এই হার বলে মনে করছে স্বাস্থ্যমহল।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ৪ লক্ষ ২৩ হাজার ১২৭ জন। যা ৫৫ হাজার ৭৫৫ কম সোমবারের তুলনায়। প্রায় ১০ লক্ষ ৬৮ হাজার নমুনা গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে দেশে। ২.২৩ শতাংশ পজিটিভিটি রেট, যা ক্রমশ নিম্নমুখী। এই মহামারী প্রাণ কেড়েছে দেশের মোট ৫ লক্ষ ৯,৩৫৮ জনের এখনও পর্যন্ত। দেশের মোট ৪ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনা ভাইরাসের একাধিক নয়া স্ট্রেন সময়ের সঙ্গে সঙ্গে হানা দিয়েছে বিশ্বের সর্বত্র। ভারতও (India) বাদ পড়েনি। তার বিরুদ্ধে লড়তে টিকাকরণ জোরকদমে দেশে চলছে। মোট ১৭৩ লক্ষের বেশি মানুষ এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যে ছোটদের স্কুলও খুলে দেওয়া হচ্ছে সংক্রমণ কমতে থাকায়। বাংলাতেও তা খুলে দেওয়া হবে বুধবার থেকে। তবে কড়া কোভিডবিধি মেনেই ক্লাস চলবে, সে বিষয়ে সতর্ক সব রাজ্যই।

Related posts

‘যে আমার সন্তানের মা সে আমারই মেয়ে’, ৭৬ বছরের বাবার দাবী ঘিরে চাঞ্চল্য

News Desk

ইন্সটাগ্রামে বন্ধুত্ব! বাস্তবে দেখা করতেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার তরুণী! ভাঙলো বিয়ে

News Desk

কার্তিক মাসের সংক্রান্তিতে বাংলায় হয় কার্তিক পুজো! জেনে নিন কেন হয়, এই বছরের পুজোর নির্ঘণ্ট

News Desk