Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সপ্তাহের এই বিশেষ দিনে নারীদের যৌন চাহিদা থাকে চরমে, সমীক্ষায় প্রকাশ হল চমকপ্রদ তথ্য

এই পৃথিবীতে মানুষই একমাত্র জীব যার জন্য যৌনতার উদ্দেশ্য শুধু প্রজনন নয়, এর মাধ্যমে তারা এক ধরনের শারিরীক ও মানসিক সুখও লাভ করে। দম্পতি বা প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও যৌন আনন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যৌনতা পুরুষ হোক বা নারী উভয়ের কাছেই সমান কাম্য। নারীদের যৌন চাহিদা (Women’s Sexual Demand) সেইভাবে কেউ কথা বলে না কিন্তু তাদের কাছেও যৌনতা ততটাই দরকারী। আসলে নারীদের যৌন চাহিদা পুরুষদের তুলনায় একটু জটিল। এই নিয়ে মানব সভ্যতার প্রাচীন সময় থেকে মানুষের মনে কৌতুহল তুঙ্গে। তেমনই এক চমকে দেওয়ার মতো তথ্য সম্প্রতি সামনে এসেছে। যেখানে দেখা গেছে নারীদের যৌন চাহিদা কোন দিন বেশী থাকে।

সম্প্রতি, ‘সুপারড্রাগ’ (Super Drug) নামক এক সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে মহিলাদের যৌন ইচ্ছা সম্পর্কে চমকে দেওয়ার মত এক তথ্য! সমীক্ষায় দেখা গেছে সপ্তাহে একটি বিশেষ দিনে মহিলাদের যৌনাকাঙ্ক্ষা চরম সীমায় ওঠে (Women Stay Sexually More Arouse in a Particular Day Of Week)।

জানতে চান কোন দিনটি মহিলাদের জন্য বিশেষ? সমীক্ষা অনুযায়ী সপ্তাহের বাকি দিনের তুলনায় শনিবার মহিলাদের যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছে অনেক বেশি থাকে। কিন্তু কেন হঠাৎ শনিবার কেই প্রাধান্য দিচ্ছেন মহিলারা? সমীক্ষায় ভাগ নেওয়া বেশিরভাগ মহিলার বক্তব্য অনুযায়ী, গোটা সপ্তাহ ধরেই থাকে মারাত্মক কাজের চাপ! তাই শনিবার এলেই মন ফুরফুরে থাকে অনেকের। কেননা পরের দিন রবিবার ছুটির দিন। তাই শনিবার কিছুটা মানসিক শান্তি থাকে! মনে উদ্বেগ কম থাকে। এমনকি যেসব মহিলা গৃহবধূ তাদেরও সারা সপ্তাহ জুড়ে থাকে ব্যস্ততা। স্বামী অফিসে যাওয়া কি বাচ্চাদের স্কুলে যাওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে নিয়ম মেনে তাদেরও সারা সপ্তাহ ব্যস্ততা থাকে চরমে। শনিবার এলে পরদিন তাদেরও ছক ভাঙ্গা দিন। তাই শনিবার বেশিরভাগ মহিলারই থাকে একটা আলাদা প্রশান্তি।

আর ‘উপভোগ্য’ যৌনতার সবথেকে প্রয়োজনীয় দিক হচ্ছে মানসিকভাবে শান্তিতে থাকা। কারণ খুশি মনে মানুষ আরো ভালোভাবে যৌনতায় লিপ্ত হতে পারে। স্ট্রেস কম হলে যৌনতা ভালো হয় এটি প্রমাণিত।

Related posts

হোয়াটসঅ্যাপে ‘রেড হার্ট’ ইমোজি পাঠালে গুনতে হতে পারে মোটা জরিমানা! খাটতে হতে পারে জেলও

News Desk

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ফেসবুক প্রোফাইলে নতুন ছবি পোস্ট? চাঞ্চল্য অনুরাগীদের মধ্যে

News Desk

কামসূত্রে বলা এই কয়েকটি নিয়ম মেনে চলুন, আপনার যৌন জীবন সুখের হবেই

News Desk