Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়ের মণ্ডপে তুলকালাম! সিঁদুর দানের সময় মালা নিয়ে উপস্থিত ‘অন্য মহিলা’! ব্যাপারটা কী?

এখন রীতিমতো যেন বিয়ের মরশুম, যাকেই জিজ্ঞেস করবেন দেখবেন তার কোনও কোনও পরিচিতের বিয়ে আছে। আর এই বিয়ের মরশুমে বিভিন্ন রকমের ব্যাপার দেখা যাচ্ছে। বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান, পদ্ধতি, নাচের ভিডিও, মজা ইয়ার্কির ভিডিও অনেক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিদিন প্রচুর এই ধরণের ভিডিও ভাইরাল হতে থাকে, কেউ আপলোড করলেই যদি একবার শেয়ার হওয়া শুরু হয় তবে হতেই থাকে। এই বিয়ের সম্পর্কিত একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে ইদানীং, যদি সেই ভিডিও আপনি একবার দেখেন আপনি আর হাসি থামাতে পারবেন না এটা লিখে রাখুন। ‘

ভিডিওতে (Viral Bride Groom Video) দেখা যায়, মণ্ডপে উঠেছেন বর তার কনের কপালে সিঁদুর পরিয়ে দিতে, তখন মালা নিয়ে আচমকা ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে। এখানে যে কেউ এই দৃশ্য দেখলে হতবাক হয়ে যাবেন।

(এই লিংকে ক্লিক করে ইনস্টাগ্রামে ভিডিওটি দেখুন: https://www.instagram.com/reel/CZ04a8lJhhT/?utm_medium=copy_link )

বিয়ে নিয়ে এই ভাইরাল মজার ভিডিওতে বর-কনে মণ্ডপে বসে আছেন দেখা যায়। সব আচার পালন করছেন তারা একে একে। অনেক অতিথিও মণ্ডপের আশেপাশে উপস্থিত। তখন কনের চাহিদা পূরণে সিঁদুর দিতে উঠে আসেন বর তখনই ঘটে আজব ঘটনা। বর যখন কনের কাছে পৌঁছায় সঙ্গে সঙ্গেই মালা নিয়ে বরের উপর ঝাঁপিয়ে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে। তবে বরের গলা পর্যন্ত সেই মালা পৌঁছতে পারেনি। যদিও মেয়েটি সেখানে হুড়মুড় করে এসে তার মুখের উপর পড়ে তাল সামলাতে না পেরে। এভাবেই মেয়েটি বিয়েতে হাসির পাত্র হয়ে ওঠে।

Related posts

সোশ্যাল মিডিয়ায় ‘বন্ধু’ সেজে, দামি উপহারের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেফতার কলকাতার মহিলা

News Desk

আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ, দেশের দৈনিক করোনা সংক্রমণ উর্দ্ধমুখী

News Desk

১৪ বছরের কিশোরের সাথে সম্পর্ক ৪৫ -এর কোটিপতি নারীর! যে ফল ভুগলেন এই কাজের জন্য

News Desk