Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রেললাইনে সেলফি তোলায় মগ্ন! উল্টোদিক থেকে ছুটে আসা মেদিনীপুর লোকালে ছিন্নভিন্ন হলো শরীর

আবারও সেলফি (Selfie) তোলার নেশার জেরে মেদিনীপুর শহরের বুকে ঘটে গেল এক মারাত্বক বিপত্তি। রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে মত্ত দুই যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেল উল্টোদিক থেকে ছুটে আসা ট্রেনের ধাক্কায়। এছাড়া গুরুতর জখম হয়েছে আরো একজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙামাটির রেলব্রিজ -এ।

ট্রেনের ধাক্কায় যে দুই যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে মারা গেছেন তাদের মধ্যে একজনের নাম মুস্তাক আলি খান ওরফে মিঠু। বয়স সাঁইত্রিশ বছর। এছাড়াও আরেকজন এর নাম জানা গেছে আবির গায়েন। তারা যথাক্রমে মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা ও রাজারবাগানের বাসিন্দা। শনিবার এই দুই জন এবং আরও অনেকেই মেদিনীপুরের রাঙামাটি রেলব্রিজের নিচে এসেছিলেন পিকনিক উপভোগ করতে। সারাদিন হইচই করেন তাঁরা। বিকেলের দিকে সেলফি তুলতে রেলব্রিজে ওঠেন তাঁরা। আর সেই ওঠাই কাল হয়ে দাঁড়ায়। রেলট্রাকের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় হাওড়াগামী একটি লোকাল ট্রেনের ধাক্কা খায় ওই দুই যুবক। ঘটনাস্থলেই মারা যায় দু’জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলব্রিজের একেবারে শেষপ্রান্তে খড়্গপুরের দিকে গিয়ে সেলফি তোলায় মত ছিলেন ওই যুবকরা। অপরদিক থেকে যে ট্রেন ছুটে আসছে, তা তারা টের পায় একেবারে শেষ মুহূর্তে। বিপদ আসন্ন বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রেনের তিনজনই লুটিয়ে পড়েন। তাঁদের মধ্যে মুস্তাক এবং আবিরের দেহ ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায়। সাথে আরও একজন গুরুতর জখম হন। সে এখন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই আকস্মিক দুর্ঘটনার ফলে নেমে এসেছে শোকের ছায়া।

সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এই প্রথম নয়। ভারতে বারবার সেলফির নেশায় ঘটেছে দুর্ঘটনা। হয়েছে প্রাণহানি। বহু প্রচার সত্বেও মানুষের সচেতনতা ফেরেনি। আবারও ঘটে গেল এমন দুর্ঘটনা।

Related posts

সারা বিশ্বে করোনা সংক্রমণে আবারও মৃত্যু বাড়ছে, নতুন পরিসংখ্যান ঘিরে উদ্বেগ

News Desk

মেদিনীপুরে নার্সকে শারীরিক হেনস্থা, মাথায় সিঁদুর দিয়ে পালিয়ে গেল সাফাইকর্মীর ছেলে!

News Desk

নোবেল পুরস্কার শুরুর পিছনে ছিল বিজ্ঞানী আলফ্রেড নোবেলের এক গোপন অভিসন্ধি! জানেন কি সেটা

News Desk