Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কিম জং উনের কন্ডোম, অন্তর্বাস থেকে সেক্স টয়! কোথায় বিক্রী হচ্ছে এই সমস্ত অভিনব সেক্স প্রোডাক্ট

উত্তর কোরিয়ার নৃশংস স্বৈরশাসক কিম জং উনের (৩৮) মিসাইল ও পারমাণবিক বোমার নিয়ে উন্মাদনার কারণে বিশ্বজুড়ে পরমাণু হামলার আতঙ্ক সবসময় প্রায় থাকে। কিন্তু আপাতত বাজারও সরগরম হয়ে উঠেছে স্বৈরশাসক কিম জং উনের নামে। কেন? কেননা কিম জং উনের ছবি সহ কন্ডোম, আন্ডারওয়্যার, সেক্স টয়, কিম জং উনের ছবিওয়ালা ক্যালেন্ডার ইত্যাদি বেশ অভিনব জিনিস বাজারে নিয়ে এসেছে এক প্রস্তুতকারক সংস্থা এবং আপনি সেগুলি অনলাইনেও কিনতে পারবেন। কিম জং উনের ছবিসহ এসব জিনিস কেনা যাবে আমেরিকান এক অনলাইন কোম্পানি ক্যাফেপ্রেসের ওয়েবসাইট থেকে।

প্রতিষ্ঠানটির দাবি, কিম জং উনের নামে তৈরি এসব পণ্য মানের দিক থেকে খুবই ভালো। কিম জং উন আন্ডারওয়্যারটি ১০০ শতাংশ কটনের তৈরী যা ভীষণ আরামদায়ক। এটি পরা ব্যক্তি নিজেকে আরও দুষ্টু মনে করবে। অন্যদিকে, কনডম বিক্রির একটি ওয়েবসাইট ‘কিম জং বুম’ নামে একটি কনডম খুলে ফেলেছে। এই ওয়েবসাইটের নাম sayitwithacondom.com। এই কনডমের দাম ভারতীয় টাকায় প্রায় ১৬৫ টাকা।

কন্ডোমের ওপর স্বৈরশাসকের হাস্যোজ্জ্বল ছবি এবং তার নিচে লেখা আছে বুম। এই কনডমের বর্ণনায় লেখা আছে, ‘সুপ্রিম লিডারকে তার নতুন বুম কনডম দিয়ে সেলিব্রেট করুন।’ এতে আরও লেখা হয়েছে, ‘গবেষণায় দেখা গেছে যে সঠিকভাবে ব্যবহার করলে কনডম গর্ভনিরোধে ৯৮ শতাংশ কার্যকর। প্রসঙ্গত এক গবেষণায় দেখা গিয়েছে যে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ৯৮ শতাংশই কার্যকর।

শুধু তাই নয়, কিম জং উনের থিমযুক্ত সেক্স টয়ও বাজারে এসেছে। কিনতে চাইলে মাত্র ২ হাজার টাকা খরচ করে কেনা যাবে। এতে কিম জং-এর পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনের ছবি রয়েছে। এর বাইরে কিম জং উনের নামে ২০২২ সালের ক্যালেন্ডারও এসেছে, যাতে ছাপা হয়েছে স্বৈরশাসকের ১২টি ভিন্ন ভিন্ন ছবি। এসব ক্যালেন্ডারের ছবিতে কিম জং উনকে দেখা যাচ্ছে প্রতি মাসের সাথে সামঞ্জস্য রেখে। এক মাসে ট্রাম্পের সঙ্গে তার ছবিও রয়ে গেছে।

প্রসঙ্গত আমেরিকার সঙ্গে নর্থ কোরিয়ার সম্পর্ক মোটেও ভালো না। তাই আমেরিকান কোম্পানির এই সব প্রোডাক্ট দেখে সকলেই চমৎকৃত।

Related posts

ঘরে অন্য নারীর সঙ্গে স্বামী, হঠাৎ বাপের বাড়ি থেকে হাজির স্ত্রী! হতভম্ব স্বামী যা করলেন

News Desk

আবারও রেকর্ড সংখ্যাক কমলো দৈনিক করোনা সংক্রমণ , সুস্থতার পথে আরও খানিকটা এগোলো দেশ

News Desk

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্রায় সব সময় একি ধরনের পোশাক পরেন কেন?

News Desk