Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দৈনিক সংক্রমণ দেশে কমলেও, এখনও চিন্তা ধরাচ্ছে দৈনিক মৃত্যুহার

বেশিরভাগ মানুষের টিকাকরণের সাথে লকডাউনে জোর দেওয়ায় এখন সুফল পাচ্ছে ভারতবর্ষ। ভারত এখন করোনার তৃতীয় ঢেউ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। ফের ভারতে অনেকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনের ট্রেন্ড মেনে। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষের নিচে নেমে এসেছিল দিন তিনেক আগেই। বুধবার আবার সেটি এক লক্ষের উপরে চলে যায় বেড়ে গিয়ে । বৃহস্পতিবার ফের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল ৭০ হাজারের নিচে যা স্বাস্থ্যমন্ত্রককে স্বস্তি দিল। তবে, এখনও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যাটা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন গত ২৪ ঘণ্টায়। অনেক কম যা আগের দিনের থেকে। এদিন দেশের পটিজিভিটি রেটও ৪.৪৪ শতাংশে নেমে এসেছে। যা অনেকটাই চিন্তামুক্ত করছে চিকিৎসকদের আগের থেকে। দৈনিক মৃতের সংখ্যাটা এখনও ভয় ধরানোর মতো আক্রান্ত কমলেও। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৪১ জনের।

অবশ্য আগের মতোই নিম্নমুখী অ্যাকটিভ কেস। পরপর বেশ কয়েক সপ্তাহ এই নিয়ে কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন বর্তমানে। যা প্রায় ১ লক্ষ ২০ হাজার ৩৯ কম আগের দিনের থেকে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে মুক্ত হয়েছেন ৪ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৭৫১ জন। যার মধ্যে ১ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন।

তাই এমনটা মনে করাই যেতে পারে যে আগামী দিনে ভারতবর্ষা করোনার তৃতীয় ঢেউ থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পাবে। কিন্তু মনে রাখতে হবে মাস্ক পরা, ভ্যাকসিন নেওয়া আর সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হবে।

Related posts

রেকর্ড বাড়লো দৈনিক সংক্রমণ, চিন্তা ধরাচ্ছে উত্তর কোরিয়া

News Desk

৮ই মার্চ থেকে নিখোঁজ ৭ বছরের ছোট্ট ছেলেটি! স্কুল শিক্ষকের ভয়াবহ নৃশংসতায় থ সকলে

News Desk

মর্মান্তিক! বিয়ের ১৫ বছর পরও হয়নি সন্তান! তাই বলে এমন পদক্ষেপ নেবেন স্বামী-স্ত্রী, কেউ ভাবেননি

News Desk