Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা পরীক্ষার জন্য তরুণীর যোনি থেকে নমুনা সংগ্ৰহ! মহারাষ্ট্রে ধৃত ল্যাব টেকনিশিয়ান

করোনা মহামারীতে স্বাস্থ্যকর্মীরা প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তাদের করোনা যোদ্ধার মর্যাদা দেওয়া হয়েছে। একই সময়ে, এমন কিছু স্বাস্থ্য কর্মী রয়েছে, যাদের কাজ পুরো স্বাস্থ্য দপ্তরের সুনামকে ক্ষুন্ন করে। এমনই একটি ঘটনা মহারাষ্ট্রের অমরাবতীতে ঘটে গেছে, যেখানে একজন ল্যাব টেকনিশিয়ান করোনা পরীক্ষার (Covid 19 Test) নামে মহিলার গোপনাঙ্গ থেকে সোয়াব নমুনা নিয়েছিলেন। এই মামলায় এখন অমরাবতীর দায়রা আদালত অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। এমন নিন্দনীয় ঘটনাটি ঘটেছিল করোনাভাইরাসের প্রথম ঢেউ যখন ভারতে হানা দিয়েছিল।

জানা গেছে মহারাষ্ট্রে করোনার প্রথম ঢেউ চলাকালীন, অমরাবতীতে কোনো এক মল কর্মচারীর করোনা পরীক্ষা পজিটিভ এসেছিল। সেই কারণে এর পর মলের সব কর্মচারীকে বদনেরার এক ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয় কোভিড টেস্টের জন্য। সমস্ত কর্মচারীর করোনা পরীক্ষা করার পরে, অভিযুক্ত ওই ল্যাব টেকনিশিয়ান যার নাম অলকেশ দেশমুখ ওই মলের একজন মহিলা কর্মচারীকে বলেছিলেন যে তার করোনা রিপোর্ট পজিটিভ এবং পরবর্তী পরীক্ষার জন্য ল্যাবে আসতে হবে। ২৩ বছরের ওই যুবতী অমরাবতীর ওই মলেই কর্মরত ছিলেন। এরপর ল্যাবে ওই মহিলা এলে এমন ঘটনার শিকার হন ওই যুবতী। অভিযুক্ত যুবতীর গোপনাঙ্গ থেকে সোয়াবের নমুনা নেন তিনি। কয়েকদিন পরে জানান, যুবতী কোভিড নেগেটিভ।

এভাবে নমুনা নেওয়ার পর ওই মহিলার সন্দেহ হয়, তিনি তার ভাইয়ের কাছে এই বিষয়ে জিজ্ঞেস করেন। এ বিষয়ে জেলা হাসপাতালে জানতে চাওয়া হলে জানা যায়, এভাবে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয় না। এরপর ওই মহিলা ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে বদনেরা থানায় ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।

এই মামলাটি গত দেড় বছর ধরে আদালতে চলছিল। মহারাষ্ট্রের অমরাবতীর নগর দায়রা আদালত এই দিন ওই অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ানকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে (Covid 19 Test)। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জানা গিয়েছে, এই জঘন্য ঘটনাটি ঘটেছে ২০২০ সালের ২০ জুলাই। ঘটনার বিরোধিতা করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো।

Related posts

১১৮ বছর বয়সে এসে দীর্ঘায়ু হবার গোপন রহস্য জানালেন বিশ্বের প্রবীণতম মহিলা! কি সেই রহস্য

News Desk

অরুণাচলে নদীর জলের রং বদলে আচমকাই কালো, ভেসে উঠেছে মরা মাছ। নেপথ্যে চীনের হাত?

News Desk

রাগের মাথায় একই পরিবারের ৬জন কে কামড়ে জখম করলেন যুবক! কেন জানলে অবাক হবেন

News Desk