বয়স মাত্র চারদিন। আর শুধু মেয়ে হওয়ার কারণে সদ্যোজাত কে বিক্রী করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়ে নিল বাবা মা। এমনই অভিযোগে একরত্তির বাবা-মায়ের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে আটক শিশুটির বাবা-মা ও দালাল-সহ মোট ৪ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বামুনগাছির মালিয়াপুর দাসপাড়ায়। এই কুকর্মের সাথে আর কেউ জড়িত কিনা তা জানতে তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ।
পুলিশ সূত্র অনুযায়ী জানা গিয়েছে শিশুটির বাবার নাম কবির মণ্ডল আর মায়ের নাম মর্জিনা বিবি। বামুনগাছির মালিয়াপুর দাসপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। পেশায় রাজমিস্ত্রি কবিরের আর মর্জিনার এর আগে চার পুত্র সন্তান রয়েছে। ফের বাবা মা হন তারা। বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে এক কন্যা সন্তান প্রসব করে মর্জিনা। জানা গেছে চার ছেলের পর মেয়ে হলেও কন্যা সন্তানের জন্মে বিশেষ খুশি হননি তাঁরা।
এদিকে মর্জিনা বিবির এলাকারই দুই প্রতিবেশী শিশু বিক্রির দালাল। তাদের নাম লাবনি দাস ও হাফিজা খাতুন। মেয়ে জন্মাতেই কবির ওই দুই মহিলার মাধ্যমে মেয়েকে বিক্রী করতে চান। জানা গিয়েছে একরত্তি মেয়েকে ৫০ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন দম্পতি। নার্সিংহোম থেকে ছুটি পাওয়ার পরই কবির আর মর্জিনা সদ্যোজাতকে ওই দুই দালাল মহিলা, লাবনি এবং হাফিজার কাছে বিক্রির জন্য দিয়ে দেয় বলে জানা গিয়েছে। এত অবধি পরিকল্পনা মতই এগোচ্ছিল শিশু বিক্রির বিষয়টি। কিন্তু বুধবার রাতে ওই দুই দালাল বাচ্চাটিকে বিক্রি করার উদ্দেশ্যে হাবড়ায় জিরাট রোড নিকটবর্তী এলআইসি বিল্ডিং মোড়ে যেতেই তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
গোপন সূত্র মারফত শিশু বিক্রির খবর পৌঁছয় হাবড়া থানার পুলিশ এর কাছে। এই কারণে এলাকায় নজরদারি চালায় তাঁরা। সেখান থেকেই আটক করা হয় লাবনি ও হাফিজাকে। তাদের জেরা করতেই ফাঁস হয় পরিকল্পনা। জানা গিয়েছে গ্রেফতার করা হয়েছে শিশুর বাবা এবং মাকে।