প্রেমে পরে মানুষ কি না করে। এমনই একজন গৃহ বধূ প্রেমের টানে স্বামী, সংসার ত্যাগ করেছিলেন। এরপর প্রায় মাস তিনেক কেটে গিয়েছে। ওই মহিলার স্বামী তাকে নানা জায়গায় খুঁজে বেড়ালেও হদিশ পাননি কোনও। কিন্তু ওই যুবক যে কোনো উপায়ে তার স্ত্রীকে ফিরে পেতে চান। তাই প্রায় প্রতিনিয়ত থানায় ছুটছেন তিনি। স্ত্রীয়ের খোঁজ পাওয়ার আশায় রোজ থানায় খোঁজ নিচ্ছেন। এই আশাতেই যে আবারো সংসার সেজে উঠবে তার স্ত্রী ফিরে এলে।
বছর বাইশের শেখ সালাউদ্দিনহুগলির (Hooghly) চুঁচুড়া চকবাজার ২ নং সোনাটুলি লেনের বাসিন্দা। যুবক প্রতিবেশী ১৫ বছরের সালমার প্রেমে পড়েছিলেন । আইন মেনে বিয়ে করে যুগল তিনবছর প্রেমের পর। প্রথম সন্তানের জন্ম হয় বছর ঘুরতে না ঘুরতেই । দ্বিতীয়বার বাবা-মা হন সালাউদ্দিন-সালমা বছর ছয়েক পর। বাইরের কাজ ছেড়ে পাকাপাকিভাবে চুঁচুড়ায় বসবাস শুরু করেন যুবক, স্ত্রী-সন্তানদের টানে। ভালই কাটছিল দিন। করোনাকালে লকডাউন আবার বিপর্যয় ডেকে আনে। কাজ হারান সালাউদ্দিন। আর্থিক সংকট চরম পর্যায়ে পৌঁছায় সংসারে। সালাউদ্দিন কখনও দিনমজুরের, কখনও রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে থাকেন। এসবের মাঝে ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যায় সালমা মাস তিনেক আগে।
স্ত্রীর হদিশ পায়নি সালাউদ্দিন বহু জায়গায় খোঁজ করেও। আচমকা একবার স্বামীর সঙ্গে যোগাযোগ করে স্ত্রী জানান, সে বাইরে গিয়েছে কাজে। বাড়ি ফিরবে দুই বছর বাদে। পরে সালাউদ্দিন বহুবার চেষ্টা করেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করতে পারেননি। এরপর তিনি স্ত্রীর খোঁজে শ্বশুর বাড়িতে ছুটে যান। জানতে পারেন, স্ত্রী সালমা প্রেমিকের সঙ্গে পালিয়েছে। এরপর তিনি নিখোঁজ ডায়েরি করেন চুঁচুড়া থানায়। কিন্তু তিন মাস কেটে যাওয়ার পরও স্ত্রী, সন্তান ফিরে না আসায় সালাউদ্দিন হতাশ হয়ে পড়েছেন। যদি তার স্ত্রী ও সন্তানের কোনও খোঁজ পাওয়া যায় কি না সেই আশায় প্রতিদিনের মত বুধবার সালাউদ্দিন থানায় ছুটে যান।
এদিন রীতিমতো ছলছল চোখে থানার সামনে দাঁড়িয়েই সালাউদ্দিন জানান, সালমার সঙ্গে আইন মেনে বিয়ে হয়েছিল তাঁর। কোনওদিন যে সালমা এইরকম ঘটনা ঘটাবে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এরপরই সালাউদ্দিন জানান, যখন সংসারে আর্থিক অনটন চলছে লকডাউনের সময় তখন স্ত্রীর হাতে একদিন একটি মোবাইল ফোন দেখে হঠাৎই সন্দেহ হয়েছিল তাঁর। স্ত্রী জানিয়েছিল কুড়িয়ে পেয়েছে। তবু সন্দেহ দানা বেঁধেছিল মনে। কিন্তু বুঝতে পারেননি পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী ওই ফোনের দৌলতেই।