Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্তিমিত হচ্ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের ধাক্কা! দেশের করোনা গ্রাফে সস্তি

জানুয়ারি মাসের শেষের দিক থেকেই আস্তে আস্তে হ্রাস পাচ্ছে দেশের করোনা কেস। যা তার আগের কয়েকদিন পরপর ছাড়িয়ে গেছিল তিন লাখের গণ্ডি সেই দৈনিক সংক্রমণের ধারা জানুয়ারি মাসের শেষ দিক থেকে শুরু করেছে কমতে। সস্তি জাগিয়ে সেই ধারা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবারও নিম্নমুখী দেশের করোনা সংক্রমনের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আবারও কমল সংক্রমণ। কমল পজিটিভিটি রেটও। তবে চিন্তায় রাখছে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। যা মঙ্গলবারের সাপেক্ষে কিছুটা কম। ভারতে করোনা সংক্রমনের দৈনিক পজিটিভিটি রেটও মঙ্গলবারের তুলনায় অল্প কমেছে। বর্তমান করোনা পজিটিভিটি রেট দাড়িয়ে আছে ৯.২৬ শতাংশে। সংক্রমণ আর পজিটিভিটি রেট সস্তি দিলেও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৩ জনের। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ জন।

এই মুহূর্তে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সবথেকে বড় স্বস্তির কারণ সক্রিয় রোগীর সংখ্যা। ক্রমশই সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আস্তে আস্তে কমছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৫৯। যা গতকালের থেকে অনেকটাই কম। করোনা ভাইরাস প্রতিহত করতে জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপর।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ১০৯ জন। এখনও পর্যন্ত ভারতে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ১৬৭ কোটি ২৯ লক্ষ টি। গত ২৪ ঘণ্টা ১৭ লক্ষ ৪২ হাজার ৭৯৩ করোনা স্যাম্পল পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৭৩ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

Related posts

রমজান মাসে মুসলীম দেশ তুরস্কে নগ্ন হয়ে ফটোশুট ৬ মডেলের, ঘটনা ঘিরে তোলপাড়

News Desk

দুবারের বেশি ভাজা তেল ব্যাবহার বন্ধ, চলবে তেলেভাজার দোকান আর হোটেলে নজরদারি

News Desk

একনাগাড়ে হেঁচকি উঠছে? রইলো হেঁচকি বন্ধ করার কিছু অব্যর্থ ঘরোয়া উপায়!

News Desk