Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এ কী কাণ্ড! পর্নোগ্রাফির ওয়েবসাইট খুলতেই যুবক থ! চলছে নিজেরই অন্তরঙ্গ ভিডিয়ো

পর্নোগ্রাফির ওয়েবসাইটে ঢু মারতে ঢুকেছিলেন এক বছর পঁচিশের তরুণ। কিন্তু পর্নোগ্রাফি দেখার সাধ মাথায় ওঠে যখন তার চোখে পড়ে যে সেই ওয়েবসাইটে চলছে তারই ভিডিও। ঘটনায় হতভম্ব হয়ে যায় সেই যুবক। প্রাথমিক হতচকিত ভাব কাটিয়ে উঠেই তিনি দৌড় দেন পুলিশের কাছে। এমনটাই ঘটেছে বেঙ্গালুরুতে।

ঘটনাটা কি? খোলসা করে বলা যাক তাহলে।

বেঙ্গালুরুর এক ব্যক্তি কর্ণাটক সাইবার, ইকোনমিক অ্যান্ড নারকোটিকস ক্রাইম (CEN) পুলিশের কাছে তার এবং তার বান্ধবীর ব্যক্তিগত ভিডিও বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ভাইরাল হওয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ব্যাঙ্গালোরে কর্মরত একজন বিপিও কর্মচারী বিভিন্ন পর্ণ সাইটে তার বান্ধবীর সাথে তার ব্যক্তিগত ভিডিও আপলোড হতে দেখেছেন। এই বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী ওই যুবক এবং তার বান্ধবী বেশ কিছুদিন আগে বেঙ্গালুরুর একটি হোটেলে কিছুটা অন্তরঙ্গ সময় কাটিয়েছিলেন। কোনোভাবে সেই সময় কোন অসাধু চক্রের অন্তর্গত মানুষজন তাদের দুজনের কিছু শারীরিক ঘনিষ্ঠতার ভিডিও রেকর্ড করে বিভিন্ন পর্ন সাইটে আপলোড করে। পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় যুবকটি পুলিশকে জানিয়েছিল যে সে একটি পর্ণ সাইট খুলেছিল যেখানে সে নিজের এবং তার বান্ধবীর একটি ভিডিও দেখেছিল। তবে আপলোড করা ভিডিওতে অভিযোগকারী ও তার বান্ধবীর মুখ ঝাপসা ছিল বলে যুবক পুলিশের কাছে জানিয়েছে।

অভিযোগকারী যুবক ভিডিওতে তার বুকের একটি জন্ম চিহ্ন শনাক্ত করেছে যা তাকে সেই ভিডিওটি যে তার নিজেরই সেই বিষয় নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে যে ভিডিওটি বিভিন্ন আঙ্গেল থেকে শুট করা হয়েছে এবং তারা সন্দেহ করছে এটি গোপন ক্যামেরা দিয়ে শুট করা হয়নি। তবে তদন্ত যত এগোবে ততই সত্য বেরিয়ে আসবে। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিএন ক্রাইম পুলিশ। পুলিশ হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য রেকর্ড করে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Related posts

জুয়ার টাকা জোগাড় করতে স্ত্রীকে দিয়ে জোর করে পতিতাবৃত্তি করাচ্ছেন স্বামী! ঘটনায় চাঞ্চল্য

News Desk

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হল গাঁজা মেশানো খাবার! তারপরই যা ঘটলো..

News Desk

মধ্যরাতে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত এলাকাবাসী

News Desk