Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বান্ধবীকে ৭০ লাখ টাকা! ফেরত চাইলে ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি, আত্মহত্যা যুবকের

হরিয়ানার ফতেহাবাদের এক যুবক তার বান্ধবীর পেছনে নিজের সৎ বাবার অঢেল টাকা পয়সা জলের মতন খরচ করেছেন। টাকা ফেরত চাইলে বান্ধবী তাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে জানা গিয়েছে। টাকা ফেরত না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই যুবক। এ ঘটনায় একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। বান্ধবীসহ ২ আসামির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি হরিয়ানার ফতেহাবাদের রাতিয়া শহরের।

তথ্য অনুযায়ী, হরিয়ানার ফতেহাবাদ জেলার বদলগড় গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী বিক্রমের পরিচয় হয় ফতেহাবাদের বাসিন্দা শেফালি নামে এক মেয়ের সঙ্গে। কিছুদিনের মধ্যেই এই পরিচয় প্রেমে রূপ নেয়। ঘনিষ্ঠতা বাড়ে। নিহত বিক্রমের মা রঞ্জুবালা পুলিশের কাছে দায়ের করা এফআইআর-এ জানিয়েছেন যে ফতেহাবাদের বাসিন্দা এই তরুণী যার নাম শেফালি সে রাতিয়ার ব্যাঙ্কে কাজ করেন।

এরপর বিক্রমকে ফাঁদে ফেলে নগদ ৭০ লাখ টাকা ও ১০ ভরি সোনা হাতিয়ে নেয় সে। এদিকে এই সমস্ত টাকা পয়সা বিক্রমের সৎ বাবার ছিল। বিক্রমের সৎ বাবা ওমপ্রকাশ, বিক্রম এবং শেফালির মধ্যে চলা এই টাকা পয়সার লেনদেন সম্পর্কে জানতে পারে। ওমপ্রকাশ বিক্রম ও শেফালির বিরুদ্ধে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন।

সৎ বাবা কে টাকা ফেরৎ দেবে মনস্থির করে বিক্রম টাকা ফেরত চাইলে শেফালি বিক্রমকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেয়। শেফালির পাশাপাশি, বিক্রম সারদুলগড়ের রুরকি গ্রামের রূপ নামে এক ব্যক্তিকে ৪০ লাখ ৩০ হাজার টাকা দিয়েছিল। সেও তাঁকে টাকা দেয়নি। ফলত বিক্রম তার সৎ বাবা ওমপ্রকাশকে টাকা ফেরত দিতে পারেনি। তিনি কোথাও থেকে টাকা পাচ্ছিলেন না।

চারদিক থেকে নিজেকে এই ভাবে ফেঁসে যেতে দেখে বিক্রম ২৫ জানুয়ারি আনাজমন্ডিতে তার সৎ বাবার দোকানে বিষ খেয়ে নেয়। তাকে চিকিৎসার জন্য হিসার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালে বিক্রমের পকেট থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। পুলিশ সুইসাইড নোটটি নিজেদের কাছে জমা করেছে এবং বিক্রমের মা রঞ্জুবালার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

রতিয়া সিটি থানার এসএইচও রূপেশ চৌধুরী জানান, পুলিশ হাসপাতাল থেকে বিক্রমের বিষ খেয়ে মৃত্যুর খবর পায়, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত বিক্রমের মা ও রঞ্জুবালার অভিযোগে রুরকি গ্রামের শেফালি ও রূপের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এসএইচও জানিয়েছেন, মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যাতে তিনি টাকা পয়সার লেনদেনের কথা লিখেছেন। শেফালীকে ধর্ষণের মামলায় জড়ানোর হুমকি দেওয়ার কথাও সেই সুইসাইড নোটে লেখা হয়েছে।

Related posts

ভাড়া বাড়ানোয় সায় না দিলে আর বাসের চাকা গড়াবে না, সিদ্ধান্তে অনড় বাস মালিকেরা

News Desk

অনলাইনে বিক্রি হওয়া প্রথম জিনিসটি কী জানেন? শুনলে চমকে উঠবেন

News Desk

সহপাঠীদের পাকিস্তানপন্থী স্লোগানে আপত্তি! কাশ্মীরে তরুণী ডাক্তারি পড়ুয়াকে প্রাণনাশের হুমকি

News Desk