Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

কেন্দ্র থেকে মন্ত্রীরা এলে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে: মমতা

নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়াও রাজ্যে এসেছে ৪ সদস্যের এক কেন্দ্রীয় দল। এই নিয়ে যারপরনাই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বিজেপির উদ্দেশে বলেন,”মানুষের রায় মেনে নিক বিজেপি।”    

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য দ্রুত রিপোর্ট না পাঠালে তা নিয়ে অন্যভাবে বিবেচনা করা হবে জানিয়ে রাজ্যকে বুধবার কড়া চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই চিঠি নিয়ে এ দিন সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাভাবিক ভাবেই এই ঘটনা মুখ্যমন্ত্রী ভালো ভাবে নেইনি। তিনি বলেন,”২৪ ঘন্টাও একটা সরকারের হয়নি। এর ভেতরেই চিঠি চলে আসছে, তার ভেতরে টিম চলে আসছে, মন্ত্রী চলে আসছেন। আমি বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্যে জানাবো সংযত হোন। জনাদেশ মেনে নিন। এছাড়াও মূখ্যমন্ত্রী আরও বলেন কোচবিহারে গুন্ডামিটা একটু অধিক হচ্ছে। যেখানে বিজেপি বেশি আসন পেয়েছে সেখানেই গুন্ডামি হচ্ছে। বিজেপি নিজে থেকেই গুন্ডামি করছে। আমাদের দলের ছেলেদের বলব শান্ত থাকো।

এছাড়া Covid প্রসঙ্গেও কেন্দ্রীয় দল কে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে,”৬ মাস ক্রমাগত রাজ্যে এসে বাংলা দখল করতে গিয়ে কোভিডে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষটাকে। যখন অক্সিজেন লোকে পায় না কেন্দ্রীয় টিম তো আসে না! স্যালাইন লোকে পায় না টিম আসে না তো! ভ্যাকসিন নেই টিম আসে না তো! হাথরসের ঘটনা ঘটলে টিম আসে না তো! দিল্লিতে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো! উত্তরপ্রদেশে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো! সাংবাদিকদের খুন করলে টিম আসে না তো!” 

এর সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় কমিটি কে কড়া বার্তা দেন, জানান আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ না থাকলে বহিরাগত কাউকে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কথায়,”কোভিড পরিস্থিতিতে বাইরে থেকে কেউ এমনকি মন্ত্রীরা এলেও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে। নইলে আমরা কোভিড পরীক্ষা করব। আইন কারো জন্য আলাদা হতে পারে না। বিশেষ ফ্লাইটে এলেও আরটি-পিসিআর চেক করব। কোভিড পজেটিভ রিপোর্ট এলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।”

Related posts

কে এই অর্পিতা মুখার্জি? যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কোটি টাকা উদ্ধার করলো ইডি

News Desk

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই চণ্ডীতলায় শাসক দলের বিজয় মিছিল

News Desk

২১শে জুলাই মমতা ব্যানার্জীর সভায় যোগ দিয়েছিলেন অর্পিতা, অনেক টিএমসি নেতার সাথেই রয়েছে ছবি

News Desk