Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আবারও নিউটাউন! ওয়েব সিরিজে হাতছানি দিয়ে দুই যুবককে দিয়ে করানো হল পর্ন ভিডিও শুট!

মাঝে মাঝেই সামনে আসে জোর করে আপত্তিকর ছবি বা ভিডিও তোলার ঘটনা। এবার আবার তেমনি ঘটনার পুনরাবৃত্তি ঘটল কলকাতার বুকে। যেখানে ওয়েব সিরিজে অভিনয় করা হচ্ছে এমনটা বলে অভিনেতাদের দিয়ে অশ্লীল পর্ন ভিডিও শুট করানোর অভিযোগ সামনে এলো। ঘটনাটি ঘটেছে নিউটাউনে। জানা গেছে এই সব কিছুর পিছনে যে মূল পান্ডা তার নাম নাসিম আক্তার। সোমবার সন্ধ্যায় বেলঘড়িয়া থানায় অভিযুক্ত নাসিম আক্তারের নামে তাকে দিয়ে জোর করে পর্ন ভিডিও শুট এর বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে করেছেন রাজদীপ হাজরা নামে এক যুবক। তার সাথে আরও এক যুবককে দিয়ে এমন কাজ করানো হয়েছে বলে অভিযোগ। প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তারা। ঘটনার তদন্তে নেমেছে বেলঘড়িয়া থানার পুলিশ কিন্তু ঘটনার মূল চক্রি হিসাবে যার নাম সামনে এসেছে সেই নাসিম আক্তার আপাতত পলাতক।

অভিনয় করতে ইচ্ছুক দুই যুবকের সাথে মধ্যস্থতাকারী এক ব্যক্তির মাধ্যমে যোগাযোগ হয় নাসিম আক্তার এর। শোভাবাজারের বাসিন্দা ওই দুই যুবককে বলা হয় তাদের সুযোগ দেওয়া হচ্ছে ওয়েব সিরিজে অভিনয়ের। বিকি রায় নামক এক ব্যক্তি রাজদীপের সঙ্গে পরিচয় করায় নাসিম আক্তারের। অভিনয় করতে ইচ্ছুক যুবকদের বলা হয় এটি বিদেশের জন্য তৈরি হওয়া এক ওয়েব সিরিজ। এই দেশে এটি মুক্তি পাবে না। তাই বিদেশি ওয়েব সিরিজ শুটিংয়ের সুযোগ পেয়ে রাজি হয়ে যান দুই যুবক। এরপরে তারা শুটিং স্থলে পৌঁছালে নিউটাউনে তাদেরকে দিয়ে জোর করে শুট করানো হয় অশ্লীল পর্ন ভিডিওর। তারা বুঝে যান যে ওয়েব সিরিজের নয় এই ভিডিওর উদ্দেশ্য আলাদা।

এরপরই ২ যুবক বেলঘরিয়া থানায় দায়ের করেছেন অভিযোগ। জানা গিয়েছে, বিকি রায় নামক যে ব্যক্তি তাঁদের সাথে নাসিমের পরিচয় করিয়ে দিয়েছিল সে আসলে মালদহের (Maldah) বাসিন্দা। বেলঘরিয়ায় ভাড়া বাড়িতে থাকত। সেই কারণেই তারা বেলঘড়িয়া থানায় অভিযোগ জানিয়েছে। বেলঘড়িয়া থানার পুলিশ তাদের পরামর্শ দেন নিউটাউন থানায় অভিযোগ জানানোর যেহেতু নিউটাউনে এই পর্ন ভিডিও শুট এর ঘটনাটি ঘটেছে। যদিও পুলিশ তদন্তে নেমে তাদের হাতে মধ্যস্থতাকারী ব্যক্তি ধরা পরে এবং তার বয়ান অনুযায়ী ওই যুবকরা সব জেনেশুনেই পর্ন ভিডিও শুটিংয়ে রাজি হয়েছিলেন। এখন কারণ ছাড়াই প্রতারণার অভিযোগ তুলছেন।

এই প্রথম নয়! এমন ঘটনা আগেও ঘটেছে। যেমন ২০২০ সালের ডিসেম্বর মাসে পেশায় মডেল এক যুবতী বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে তাঁকে দিয়ে জোর করে পর্ন ছবির শুট করানো হয়েছে। এমনকি নিউটাউন থেকেই একাধিক বার নীল ছবির শুটিং সংক্রান্ত অভিযোগ এসেছে। ধরা পড়েছিল নীলছবির চক্রিরা। আবারও এমন ঘটনার সাক্ষী থাকলো নিউটাউন।

Related posts

বাজারে ইলিশ বলে দেদার বিকোচ্ছে অবিকল ইলিশের মতন দেখতে চন্দনা মাছ! কীভাবে চিনবেন?

News Desk

বৃদ্ধা মায়ের গায়ে আগুন দিয়ে রাস্তায় ফেলে পালালো ছেলে–বউ! লুকিয়ে দেখতে এসেই…

News Desk

দীর্ঘ সময় ধরে জমিয়ে প্র্যাকটিস ভুয়ো ডাক্তারের! ভুল চিকিৎসায় এখনও অবধি মৃত পাঁচ

News Desk