Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জেলে বসেই বাড়িতে থাকা স্ত্রীকে ৪ বার গর্ভবতী করলেন আসামী! চিপসের প্যাকেটে ভরে পাঠাতেন বীর্য

আজ অবধি এমনটা বিশ্বাস করা হয়েছিল যে শুক্রাণুর আয়ু শরীরের বাইরে কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য বেঁচে থাকে। কিন্তু বর্তমানে এমন এমন একটি খবর সামনে এসেছে যেটা জানার পর হয়তো প্রশ্ন উঠবে এর সত্যটা নিয়ে। এক ফিলিস্তিনি সন্ত্রাসী জেলে বসে তার স্ত্রীকে চারবার গর্ভবতী করেছেন বলে দাবি করেছেন। তিনি কিভাবে এমনটা করতে সক্ষম হলেন সেই বিষয়ে মিডিয়া কে জানিয়েছেন নিজেই। এই দাবির পর নানা প্রশ্ন উঠেছে। সন্ত্রাসী বলেছেন, জেল থেকে প্লাস্টিকের টিফিন বক্সে বীর্য পাঠিয়ে স্ত্রীকে চারবার গর্ভবতী করেছেন তিনি।

একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি সন্ত্রাসী রাফাত আল-কারাভি এমন দাবি করেছেন। গত ১৫ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন রাফাত। কিন্তু এ সময় কালের মধ্যে তার স্ত্রী চার সন্তানের জন্ম দেন। এই গর্ভধারণের বিষয়ে ফিলিস্তিনি সন্ত্রাসী বলেন, এই চারজন তারই নিজের সন্তান। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কারাগারে থাকাকালীন তার স্ত্রী কীভাবে গর্ভবতী হয়েছিলেন, তিনি এটির একটি অদ্ভুত উপায় সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

রাফাত জানিয়েছেন, জেল থেকে চিপসের প্যাকেটে বীর্য ভরে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তার স্ত্রী এই শুক্রাণু নিজের ভিতরে ঢুকিয়ে নিতেন, যার কারণে তিনি চারবার গর্ভবতী হতে পেরেছিলেন। ফিলিস্তিনি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফাত এমন দাবি করেন। শরীরের বাইরে কিছু সময়ের জন্য শুক্রাণু জীবিত থাকলেও সন্ত্রাসীরা জেলের ভেতর থেকে একইভাবে প্লাস্টিকের ব্যাগে ভরে তাদের শুক্রাণু বাইরে পাচার করে বলে দাবি করেন এই সন্ত্রাসী।

রাফাত আরও জানান, পদার্থ পাঠানোর কয়েক সেকেন্ড আগে তিনি শুক্রাণু বের করে প্লাস্টিকের মধ্যে ভরে দেন। এর পর প্লাস্টিকের গায়ে কার কার শুক্রাণু আছে তা চিহ্নিত করা হয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, কারাগার থেকে পাচার করা শুক্রাণু থেকে এ পর্যন্ত ১০১টি শিশুর জন্ম হয়েছে। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা এটাকে অসম্ভব বলেছেন। একই সঙ্গে এই দাবিকে মিথ্যা বলেও অভিহিত করেছে কারা কর্তৃপক্ষ।

Related posts

বানর রাজ্যের এই উৎসবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় বানর কে! জানেন কোথায় হয় এই অদ্ভুত উৎসব?

News Desk

বডি তৈরী করতে নিষিদ্ধ ইনজেকশন নিয়ে নিল যুবক! পুরুষাঙ্গে দেখা দিল এসব সমস্যা

News Desk

ভারতের এই গ্রামে প্রতিটি বাড়ীর নামকরণ হয় সেই বাড়ির মেয়ে বা বউয়ের নামে। জানেন এই ব্যাতিক্রমী গ্রামের নাম

News Desk