Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কুকুরের জন্য ছুটি ঘোষনা করলো সরকার!

কুকুরের জন্য ছুটি ঘোষনা করলো সরকার! 

আশ্চর্য হচ্ছেন এবং হয়তো মজাও পাচ্ছেন এটা ভেবে যে, কুকুরের জন্য একটি দেশ ঘোষনা করেছে সরকারি ছুটি! কোন দেশ জানেন? তুর্কমেনিস্তান।

কুকুরের-জন্য-ছুটি-ঘোষনা-করলো-সরকার

হ্যাঁ, এমনটাই ঘটেছে তুর্কমেনিস্তানে। সেখানে একটি বিশেষ জাতের কুকুরের জন্য সদ্য ঘোষিত হয়েছে সরকারি ছুটি। এই ঘটনার পিছনে আছে  তুর্কমেনিস্তানের (Turkmenistan) প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দিমুখামেদভ (President Gurbanguly Berdymukhamedov) । বিভিন্ন প্রাণীর প্রতি ভালোবাসার জন্য তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।

মধ্য এশিয়ার শেফার্ড প্রজাতির কুকুরের (shepherd dog) এর একটি বিশেষ প্রজাতি হল অ্যালাবে (Alabay)  গুরবানগুলির খুব পছন্দের। এই জাতের কুকুরকে তুর্কমেনিস্তানের নাশনাল হেরিটেজ (symbol of national heritage) বিবেচনা করেন প্রেসিডেন্ট। আর সেই হেরিটেজ রক্ষায় এই কুকুরের প্রতিপালনে দেশের সাধারণ মানুষকে উৎসাহিত করতে চান তিনি। আর এই উদ্দেশেই অ্যালাবে জাতের কুকুর নিয়ে এই রাষ্ট্রীয় আয়োজন। আর তার ফলেই সরকারি ছুটি (national holiday) ঘোষণা।

কিছুদিন আগে তুর্কমেনিস্তানে এই জাতের কুকুরকে সম্মান দিতে বিশেষ আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। আর সেই আয়োজনকে কেন্দ্র করেই দেশটিতে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাথে সাথে অ্যালাবে কুকুর নিয়ে একটি প্রদর্শনীর আয়োজনও করা হয়। তার সাথে ছিল এক প্রতিযোগিতার আয়োজন। কোন কুকুরের ব্যাক্তিত্ব ও ক্ষিপ্রতার (appearance and agility) উপর নির্ভর করে অ্যালাবে কুকুরদের থেকে সেরাটিকে নির্বাচন করেন বিচারকেরা।

এর পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীতে সাহসিকতার উদাহরণ রাখার জন্য প্রেসিডেন্ট গুরবানগুলি একটি কুকুরকেও পুরস্কৃত করেন। 

তুর্কমেনিস্তান প্রেসিডেন্ট গত বছর অ্যালাবে জাতের কুকুরের একটি মূর্তিও গড়ে দেন। শুধু কুকুর নয়, সোনালি রঙের ঘোড়ার মূর্তি দিয়েও রাজধানী সাজান তিনি। অ্যালাবে কুকুর ও আহল টেকে ঘোড়া (Ahal Teke horse)— দু’টিকেই তুর্কমেনিস্তানে জাতীয় ঐতিহ্য ও গর্বের প্রতীক বিবেচনা করা হয়।

Related posts

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সিদ্ধার্থ শুক্লা! বিশ্বাস করতেই পারছেন না কেউ

News Desk

বিয়ের খরচের এত টাকা বাবা পাবে কোথায়! বিয়ের ২দিন আগে লোকলজ্জার ভয়ে আত্মঘাতী কনে

News Desk

আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ, দেশের দৈনিক করোনা সংক্রমণ উর্দ্ধমুখী

News Desk