Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

তেরঙ্গায় আলোয় আলোকিত নায়াগ্রা জলপ্রপাত। কি বার্তা এলো এর মাধ্যমে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনে। লাগাতার সংক্রমনের ফলে বিধ্বস্ত হয়েছে ভারত। বেলাগাম ভাবে বাড়ছে সংক্রমণ। সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার।পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব, অক্সিজেনের আকাল পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছে। 

তেরঙ্গায়-আলোয়-আলোকিত-নায়াগ্রা-জলপ্রপাত

এমন অবস্থায় ভারতের পাশে থাকার ভরসা দিয়েছে আমেরিকা। এবারে একি বার্তা কানাডার তরফে। কানাডাও এই কঠিন করোনা  পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিল। ভারতের এমন করুন অবস্থায় ভারতের প্রতি সমবেদনা প্রকাশ করে তেরঙ্গার রঙে রঙিন হয়ে উঠল  নায়াগ্রা জলপ্রপাত। 

আমেরিকা আর কানাডার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে নায়াগ্রা জলপ্রপাতের পরিচিতি। অবশ্য তার থেকেও অনেক বড় পরিচিতি নায়াগ্রার তার  প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। পর্যটকদের কাছে এটি ভীষণ আকর্ষণীয়। সারা পৃথিবী থেকে পর্যটকরা  ভীড় করেন এখানে। সেই নায়াগ্রা কেই ৩০ এপ্রিল, রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত, আধ ঘণ্টার জন্য তেরঙ্গায় আলোকিত করে তোলা হয়।

প্রসঙ্গত নায়াগ্রা জলপ্রপাতের কানাডার দিকের  পর্যটনের দায়িত্বে আছেন নায়াগ্রা পার্কস। ৩০ এপ্রিল বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি দেয় নায়াগ্রা পার্কস। বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের প্রকোপে সংক্রমণ এবং মৃত্যুহার ঊর্ধ্বমুখী ভারতে। এমন অবস্থায় সমবেদনা জানিয়ে এই করোনা বিপর্যয় কাটিয়ে বেরিয়ে আসার আশা নিয়ে ভারতের জাতীয় পতাকার তিন রং, গেরুয়া, সাদা এবং সবুজে সেজে উঠতে চলেছে নায়াগ্রা জলপ্রপাত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও করা হয় সেই ছবি। 

এই ভাবে  পাশে থাকার জন্য নায়াগ্রা পর্যটন বিভাগকে সোশ্যাল মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন বহু ভারতীয়।

Related posts

বিয়ের সময় একটি গানে কনের নাচ পছন্দ হয়নি! রেগে তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!

News Desk

ভারতীয় দলের জার্সিতে আবারও দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। দলে ফিরছেন? জল্পনা শুরু

News Desk

পর পর দুবারই জন্ম দিয়েছেন কন্যা সন্তানের! চূড়ান্ত পরিণতির শিকার হলেন গৃহবধূ

News Desk