Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মদন মিত্রের সাথে পার্টিতে ঘনিষ্ঠ ছবি ভাইরাল! ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বিবরণ তরুণীর

বেশ কয়েকদিন আগে এক তরুণীর সাথে বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতা মদন মিত্রের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ছবিটি মুহূর্তের মধ্যে সমাজ মাধ্যমে এতো ভাইরাল হয়ে গেলো যে নেটিজেনরা সেই ছবিটি নিয়ে মিম বানিয়ে শেয়ার করতে থাকে। ওই ভাইরাল ছবি নিয়ে ওই যুবতী ও মদন মিত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন।

এবার প্রকাশ্যে এসে মুখ খুললেন ভাইরাল হওয়া যুবতী চারিদিকে কটাক্ষের জেরে এবং মদন মিত্রকে অপমান করার কারণে। অন্বেষা ঘোষ মদন মিত্রের সঙ্গে ভাইরাল হওয়া সেই যুবতীর নাম। একটি জন্মদিনের পার্টিতে গিয়ে সে মদন মিত্রের সঙ্গে ছবি তুলে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একটি ছবিতে দেখা গিয়েছে, তৃণমূল বিধায়ক সাদা শার্ট এবং জ্যাকেট পরে নীল গদি-আঁটা সোফায় বসে৷ হাতে হুক্কা পাইপ, চোখে রঙিন চশমা৷ পাশে বসা অন্বেষা৷ তাঁকে মদন জাপটে ধরে আছেন৷ কোথাও পার্টি চলছে ছবি দেখে বোঝাই যাচ্ছে৷ আর পার্টিকে আরও জমকালো করে দেয় মদনের উপস্থিতি৷ কিন্তু সে কুখ্যাত হয়ে যায় সেই ভাইরাল হওয়ার কারণে সুখ্যাতি পাওয়ার বদলে।

তবে এবার নিজেই মুখ খুললেন অন্বেষা সমস্ত বিতর্কে জল ঢেলে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে পুরো ঘটনার বিবরণ দিয়েছে সে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তিনি ব্যাখ্যা করেন, এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে মদন মিত্রকে দেখেন তিনি ও তাঁর বন্ধুরা। অন্বেষা জানান, তিনি ও তাঁর বন্ধুরা সকলেই মদন মিত্রের ‘ফ্যান’। সেই কারণেই তাঁদের টেবিলে এসে বসতে মদন মিত্রকে অনুরোধ করেন। এরপর আর পাঁচটা সেলিব্রেটির মতোই তাঁর সঙ্গে কিছু ছবি তুলি আমরা, বলেন অন্বেষা।

অন্বেষা জানিয়েছেন, তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় কুত্সা। ভুয়ো খবরও ছড়ানো হতে থাকে। এমনকি বিভিন্ন স্থানে বিনা অনুমতিতে ব্যবহার করা হয় সেই ছবি। একটি অ্যাপেও তা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ অন্বেষার।

এর ফলে তাঁর ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হচ্ছে বলে তিনি জানান । অন্বেষা মানসিকভাবে স্ট্রেসড বলে জানান।

অন্বেষা আরও বলেন, ‘আমি প্রচন্ড মেন্টাল স্ট্রেসে আছি৷ রোজ উল্টোপাল্টা মেসেজ আসছে৷ লালবাজারে অভিযোগ জানিয়েছি৷’ নেটিজেনদের উদ্দেশ্যে গুজবে কান না দেওয়ার আবেদন জানান৷ বলেন, ‘মদন মিত্র স্যর বাংলার জন্য কত ভালো কাজ করেছেন৷ ভীষণ ভালো মানুষ উনি৷’ বিধায়কের সঙ্গে এমন ছবি পোস্ট করার জন্য ক্ষমাও চেয়ে নেন অন্বেষা৷

দেখুন তাঁর লাইভ ভিডিয়ো :

https://fb.watch/aHlAKVcMRn/

Related posts

ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার মাত্র ১৪ দিন পরেই ফের করোনা আক্রান্ত চিকিৎসক

News Desk

ওমিক্রনের সাম্প্রতিকতম রূপ আরও বেশি সংক্রামক! ছড়িয়েছে ৫৭টি দেশে, সতর্ক করল হু

News Desk

‘ আমি মরে গেলে আনন্দে থাকতে চাও’, রাগে বৌমা কে জড়িয়ে ধরলেন করোনা আক্রান্ত শাশুড়ি

News Desk