Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রচন্ড ঠান্ডায় আগুন জ্বালানোয় বিষাক্ত ধোঁয়া! ছোট্ট ফ্ল্যাটে শ্বাসরোধে মৃত্যু মা ও চার সন্তানের

সূ্ত্রের খবর অনুযায়ী, নতুন দিল্লির সীমাপুরী এলাকায় মা ও তাঁর চার সন্তানের ঘরে থাকা ফায়ার প্লেসের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হল। পুলিশ সুত্রে খবর, ওল্ড সীমাপুরী এলাকা থেকে একটি ফোন আসে দুপুরে দেড়টা নাগাদ। অচেতন অবস্থায় প্রায় চার পাঁচজন এক বাড়ির পাঁচতলায় পরে রয়েছে। দ্রুত পুলিশ ওই এলাকায় পৌঁছে যায়। সেখানে গিয়ে মা ও তাঁর তিন সন্তান মৃত অবস্থায় পড়ে রয়েছে দেখা যায়। এদিকে তখনও বেঁচে ছিল একেবারে কনিষ্ঠ সন্তানটি। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে নিয়ে আসার পরে। 

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মোহিত কালিয়া ৩৫ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রী রাধা ও চার সন্তানকে নিয়ে থাকতেন। দুটি ছেলে ও দুটি মেয়ে ছিল তার মধ্যে। তারা থাকতেন একটি ভাড়া বাড়ির ঘরে। প্রাথমিক তদন্তে ছোট ঘরটিতে ভেন্টিলেশনের কোনও ব্যবস্থা ছিল না বলে জানা গিয়েছে। এদিকে ঘরেই স্টোভ জাতীয় ফায়ার প্লেসটিতে ধিকি ধিকি আগুন করে আগুন জ্বালানো ছিল প্রচন্ড ঠান্ডার জন্য। হয়তো বিষাক্ত গ্যাসেই দমবন্ধ হয়ে যায় তাদের সেখান থেকে। তাতেই সম্ভবত মৃত্যু হয় তাদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দুটি মেয়ের মধ্যে ১১ বছর বয়সী একজন, ৪ বছর বয়সী অপরজন। একটি ৮ বছরের ও অপরটি ৩ বছর বয়সী ছেলেদুটির মধ্যে। কেউ তাদের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না। পুলিশ জানিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে না ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত।

Related posts

লেবু চুরি করে বকুনির ভয়ে ২২ কিমি পথ পাড়ি দিল চা বাগানের ৩ শিশু, পুলিশ তৎপরতায় উদ্ধার

News Desk

মাসিক পেনশনের সুবিধা নিয়ে এল LIC নতুন পলিসি। ৮০ বছর বয়সীরাও পারবেন কিনতে!

News Desk

বৃষ্টি আসার ৭ দিন আগেই জানিয়ে দেয় হাজার বছরের পুরনো এই মন্দির, আজও অজানা এর রহস্য

News Desk