Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারও একলাফে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেল করোনা দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

বুধবার দেশে ফের নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে 2.82 লক্ষ (2,82,970) নতুন কোভিড -19 কেস রিপোর্ট করা হয়েছে, যা মঙ্গলবারের তুলনায় 18 শতাংশ বেশি। মঙ্গলবার, 2,38,018 লক্ষ কোভিড কেস নথিভুক্ত করা হয়েছে। পজিটিভিটি রেট একদিনের মধ্যে 14.43 শতাংশ থেকে 15.13 শতাংশে উন্নীত হয়েছে। একই সময়ে, একদিনে করোনা সংক্রমণের কারণে 441 রোগীর মৃত্যু হয়েছে। মহামারীতে এ পর্যন্ত মোট 4,87,202 জন প্রাণ হারিয়েছেন।

নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ (Omicron) এর ক্ষেত্রেও আজ একটি সার্জ দেখা গেছে। এখন পর্যন্ত দেশে Omicron এর 8,961 টি কেস রিপোর্ট করা হয়েছে। দেশে করোনার তৃতীয় ঢেউ এর নেপথ্যের কারণ ওমিক্রন বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, নতুন কেসের তুলনায় রোগীর সুস্থ হওয়ার সংখ্যা কম হওয়ায় গত 24 ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে ১৮ লাখ ৩১ হাজার সক্রিয় রোগী করোনায় চিকিৎসাধীন আছেন। সক্রিয় রোগীর সংখ্যা মোট করোনা কেসের 4.83 শতাংশ।

এখন পর্যন্ত বিশ্বে 33 কোটি 5 লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। 55 লাখেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে এই ভাইরাস। ভারতে COVID-19-এর ঘটনা দ্রুত বাড়ছে (করোনাভাইরাস ইন্ডিয়া রিপোর্ট)। মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 76 লাখ ছাড়িয়েছে। বিশ্বের অনেক দেশে পাশাপাশি ভারতেও কোভিড-১৯-এর নতুন রূপ ওমিক্রনের সংক্রমণের ঘটনাও বাড়ছে।

অপরদিকে নয়া স্বাস্থ্য নির্দেশিকায় স্টেরয়েড ব্যবহারে লাগাম টানা থেকে রেমডিসিভিরের নিয়ন্ত্রিত প্রয়োগ, করোনা রোগীর চিকিৎসায় এক গুচ্ছ বদলের কথা আনা হয়েছে কেন্দ্রের তরফে। করোনা চিকিৎসায় অনিয়ন্ত্রিতভাবে স্টেরয়েড ব্যবহারের কারণে প্রচুর মানুষ আগের বছর ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছিল। এমনটাই ধারণা করা হচ্ছে।

Related posts

টেলিগ্রাম: যেখানে নারীদের নগ্নতা প্রকাশ্যে শেয়ার করা হয়! তদন্তে উঠে এল ভয়াবহ সত্য

News Desk

বন্ধুর সাথে মিলে স্ত্রীকে জড়ালেন পরকীয়ার! সম্পর্ক ঘনিষ্ঠ হতেই স্বামী আঁটলো ভয়ঙ্কর ষড়যন্ত্র

News Desk

বাড়ির বউদের পাঠানো হয় যৌনপল্লিতে, খোদ দিল্লিতে চলে আসছে এই ভয়ঙ্কর নিয়ম

News Desk