Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

চাকরি করে ক্লান্ত হয়ে পড়েন প্রেমিকা! তাই প্রেমিককে সতীন খুজেঁ এনে দিলেন নিজেই

সোশ্যাল মিডিয়ায় যুগে কত না জানি অদ্ভুত ঘটনার খবর সামনে আসে। যেমন এই মহিলার ঘটনা! তার সাথে তার প্রেমিকের সম্পর্কের বিষয়ে এমন এক অদ্ভুত সত্যি সকলের সামনে আনলেন যা শুনে চক্ষু ছানাবড়া নেটিজনদের। প্রেমিকা ওই মহিলা জানিয়েছেন সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর ওই মহিলা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি তার সঙ্গীর জন্য অন্য আরেকটি মেয়ে (Woman Finds Partner Other Girl) খুঁজে তাকে উপহার দিয়েছেন।

ভালবাসা অন্ধ হয় এমন অনেকেই বলে থাকেন বটে। অনেকের মতে ভালোবাসলে মানুষ তার ভালোবাসার মানুষের জন্য সব কিছুই করতে পারে। এক একজনের ভালোবাসার নিদর্শন একেক রকমের হয়। ভালোবাসা কেমন হবে, সম্পর্কের তীব্রতা কতোটা হবে এই নিয়ে প্রত্যেকের চিন্তা ভাবনাও আলাদা। ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে বহু ত্যাগ করেন অনেক মানুষ। তবে বহু সময় দেখা যায় কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যাক্তি ঢুকে পড়লে সম্পর্ক ভেঙ্গে যায়। কিন্তু এই প্রেম কাহিনীর বিষয়টাই এমন যেখানে প্রেমিকার ইচ্ছায় এসেছে তৃতীয় ব্যাক্তি। ব্যাপারটা কী?

সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা জানিয়েছেন, নিজের এবং প্রেমিকের মধ্যে তৃতীয় এক মহিলাকে নিজের থেকেই আনার কথা। শ্যানেল নামক ওই মহিলা নিজের প্রেমের সম্পর্কের মধ্যে এমন অভিনব উপায় নেওয়ার কথা জানিয়েছেন যেটি অবলম্বন করে তার প্রেমিকের সাথে তার সম্পর্ক টিকে আছে। টাকা আয়ের জন্য তাঁকে একাধিক চাকরি করতে হয়। পার্ট টাইম বেশ কয়েকটি কাজ করতেই হয় জীবিকা নির্বাহের জন্য। কিন্তু চাকরি সেরে বাড়ী এসে মহিলা এতটাই পরিশ্রান্ত হয়ে যান যে বাড়িতে ফিরলে তার প্রেমিক ঘনিষ্ঠ হতে চাইলে তার আর শরীর দেয় না।

কিন্তু এই কারণে বয়ফ্রেন্ড এর সমস্যা হোক চাননি একেবারেই। তাই শ্যানেল তাঁর প্রেমিকের জন্য আরেকটি মেয়ে নিজেই খুঁজে আনেন। তার এমন সিদ্ধান্তের কারণে, তাঁর প্রেমিকও শ্যানেলের সঙ্গে খুশি এবং তাঁদের সম্পর্ক বিচ্ছেদের হাত থেকে বেঁচে গেছে।

সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে। কেউ কেউ যেমন শ্যানেলের সিদ্ধান্তে তাকে সমর্থন করেছেন কেউ কেউ আবার এই কাজের সমালোচনাও করেছেন। কিন্তু গতিতে ভাইরাল হয়েছে এই পোস্ট।

Related posts

ফিরে পেতে চেয়েছিলেন মৃত ছেলেকে! মৃত্যুবার্ষিকীর আগের দিন ফের মা হলেন ৫৩ বছরের মহিলা

News Desk

গত ২৪ ঘন্টায় ১৩ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা, ভারতের কোভিড পরিস্থিতি আশা জাগাচ্ছে

News Desk

প্রতি ৪ বছর পর পর আসে এই বর্ষ। লিপ ইয়ার সম্পর্ক – এই তথ্যগুলো জানলে চমকে উঠবেন!

News Desk