Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রাস্তায় স্বামী স্ত্রী, সারা শরীরে দাউদাউ করে জ্বলছে আগুন! নিউটাউনে এমন দৃশ্যে ভয়ভীত স্থানীয়রা

বুধবার কলকাতা শহরের নিউ টাউনের (New Town) ঘূণি অঞ্চলের মানুষজনের চোখে পড়ল এমনই এক দৃশ্য যে তারা হতভম্ব আর ভয়ভীত হয়ে উঠল। সময় অনুমান বিকেল পাঁচটা৷ হঠাৎই মানুষের কানে এলো এক চিৎকারের আওয়াজ। মহিলার কণ্ঠস্বরে মিশে আছে আর্তনাদ। এমন চিৎকারে চমকে উঠলেন আশেপাশের বাসিন্দারা এবং পথচলতি মানুষেরা। আর চোখ পড়তেই হতচকিত সকলে। দাউদাউ আগুনে জ্বলছে মহিলার সম্পূর্ন শরীর। সাথেই সাথেই মহিলার পিছন পিছন বেরিয়ে এলেন আরেক ব্যাক্তি। একই ভাবে তারও শরীর জ্বলছে আগুনে। আর্তনাদ করছেন তারা। ভয়ঙ্কর এই দৃশ্যে কার্যত হতভম্ব হয়ে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা৷

গা শিউরে ওঠার মতো এই ঘটনার সাক্ষী নিউ টাউনের ইকো পার্ক থানার অন্তর্গত ঘূণি এলাকা৷ আগুন লেগে গিয়েছিল যে দু’ জন এর গায়ে তারা ওই অঞ্চলেরই বাসিন্দা এক দম্পতি৷ ঘটনার প্রাথমিকটা সামলে দ্রুত আগুন নিভিয়ে আশেপাশের মানুষেরাই অগ্নিদগ্ধ ওই দু’ জনকে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যান৷ আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ওই মহিলা এবং তাঁর স্বামীর চিকিৎসা চলছে৷

জানা গিয়েছে, আগুনে আহত হওয়া ওই মহিলার নাম শাকিলা সুলতানা এবং তাঁর স্বামী গোলাম মোর্তাজা৷ নিউটাউইনের ঘুণীর একটি বহুতলের তিন তলায় গত চার বছর ধরে ভাড়া ছিলেন তাঁরা৷ স্থানীয় সূত্র অনুযায়ী, এ দিন বিকেলবেলা নিজের বাড়িতে রান্না করছিলেন শাকিলা৷ তখনই দুর্ঘটনাবশত কোনভাবে তাঁর গায়ে আগুন ধরে যায়৷

স্ত্রীর গায়ের আগুন নেভাতে গেলে স্বামীর শরীরেও আগুন লেগে যায়৷ দুজনেই সাহায্য চাইতে রাস্তায় বেরিয়ে আসেন৷ কিন্তু এমন দৃশ্য স্বভাবতই হতভম্ব করে দেয় স্থানীয় বাসিন্দাদেরও, কী করবেন তারা বুঝে উঠতে পারছিলেন না৷ পরে অবশ্য তাঁরাই ওই দুজনের গায়ের আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে যান৷ খবর দেওয়া হয় পুলিশে৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ দম্পতির অবস্থা বেশ আশঙ্কাজনক৷ তাঁদের শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে৷

Related posts

মেয়েকে অপহরণের পরিকল্পনা করলেন খোদ তার নিজের মা! কারণ কি? শুনলে অবাক হয়ে যাবেন

News Desk

স্বাধীনতা দিবসে স্কুলে এলোনা শিক্ষকরা, শেষ পর্যন্ত কে পতাকা উত্তোলন করলেন শুনলে অবাক হবেন

News Desk

সুখবর! মোদী সরকার তরফে মেয়ের বিয়ের জন্য দিচ্ছে ৫১ হাজার টাকা

News Desk