এই প্রেমপর্ব এক দু বছরের নয় এক টানা চল্লিশ বছর ধরে চলছে। সেই প্রেম কেই পূর্ণতা দিতে গিয়ে ধুমধাম করে বিয়েও করে ফেলেছেন। কোনও আয়োজনের কমতি ছিলোনা সেই বিয়েতে। অতিথিরাও এসেছিলেন সেই বিয়েতে। এতো অবধি সবকিছুই ঠিক ছিল। কিন্তু সমস্যা শুরু হল পাত্র কে দেখা মাত্রই। কারণ এই পাত্র তো আর যে কেউ নয়! সে আদতে মানুষও নয়!একটি রং সে। আসলে সে হল গোলাপি রং (California Woman Marries Favourite Colour Pink)।
কথায় বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তাই অদ্ভূত শোনালেও বাস্তবে সেটাই ঘটেছে। রং ছাড়া জীবন অসম্পূর্ণ। তাই প্রতিটি মানুষই চায় তার জীবনও যেন অনেক রঙে সিক্ত হয়। এই কারণেই প্রতিটি মানুষের বিভিন্ন ধরণের রঙের প্রতি ভালবাসা থাকে। বেশিরভাগ মানুষ তাদের দৈনন্দিন জীবনেও এই রঙগুলি ব্যবহার করে। প্রায়ই সবার পছন্দের রঙের কথা শুনে থাকেন, কিন্তু কেউ কি তার পছন্দের রঙকে বিয়ে করেছেন বলে শুনেছেন। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটা একদম সত্যি।
এমন কীর্তি করলেন আমেরিকার এক নারী। আসলে, এই মহিলা লাস ভেগাসের ‘কিটেনকায়সারা’ (Kitten Kay Sera) সারা বিশ্বে শিরোনামে এসেছেন কারণ মহিলাটি তার পছন্দের রঙকে বিয়ে করেছেন। অনন্য এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ওই নারী। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কিটেনকায়সারা তার প্রিয় গোলাপী রঙকে বিয়ে করেছেন। এমনকি বিয়ের থিমও রেখেছিলেন গোলাপি। লাস ভেগাসে রঙের সাথে জাঁকজমক করে এই বিয়ের আয়োজনে সম্পন্ন হয়েছে। বলা যায় বিয়ের ইতিহাসে নিদর্শন সৃষ্টিকারী এই বিবাহের অনুষ্ঠান। যা দেখে অবাক সকলে। আর এরপরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই বিয়ের প্রতিটি মুহূর্তের ছবি।
গোলাপী রঙ এতই পছন্দ করে ওই মহিলা যে সে এমনকি তার চুল গোলাপী রঙে রঞ্জিত করেছে। নতুন ধরনের এই বিয়ের (Pink Wedding Viral Video) অনুষ্ঠানস্থল থেকে শুরু করে পোশাক কিংবা আনুষাঙ্গিক জিনিসপত্র সব গোলাপী রঙেরই ছিল। জানুয়ারির পয়লা তারিখে গোলাপী পোশাক পরা একদল মানুষের সামনে গোলাপী রঙের কাডিলাকে বসে গোলাপী গাউনে, গোলাপী রঙের সাথে বিয়ে সেরে ফেলেন কনে। এই বিয়েতে আমন্ত্রিত সবাই গোলাপি পোশাক পরে এসেছেন। এমনকি বিয়ের আংটিও ছিল গোলাপি রঙের। শুধু তাই নয়, বিয়ের পাশাপাশি মৃত্যু পর্যন্ত গোলাপি রঙের পোশাক পরার প্রতিজ্ঞাও করেছেন কিটেনকায়সারা।