Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

বয়স কি ৪০-এর নীচে? ওজনও বেশীর দিকেই? সাবধান!

ওভারওয়েটদের সবেতেই বেশি সমস্যা। করোনা-আক্রান্ত ওভারওয়েটদেরও সমস্যা বেশি এবার পরিষ্কার ভাবে জানা গেল। 

বয়স-কি-৪০-এর-নীচে

‘দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোক্রিনোলজি’ (Lancet Diabetes & Endocrinology journal) জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র, এমনই জানাল যে ওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরে অসুস্থতার ঝুঁকি বেশি ।

ওজন বেশি (overweight) থাকলে করোনায় (COVID-19) সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যায়, ল্যানসেটের ওই গবেষণা উদ্ধৃত করে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা (University of Oxford in the UK) বলছেন । জানা গিয়েছে, এমন ব্যাপক গবেষণা এই বিষয় নিয়ে এই প্রথম (the first large study)।

এই গবেষণা করা হয়েছে ব্রিটেনে বসবাসরত ৬৯ লাখের বেশি মানুষের উপর । এমন ২০ হাজারেরও বেশি করোনারোগীর তথ্য এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে যারা  করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউয়ের সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গিয়েছেন ।

গবেষকেরা বলছেন, যাঁদের ওজন  বেশি বিএমআইয়ের (full range of body-mass index /BMI) সূচকে, তাঁদের করোনায় গুরুতর ৫ শতাংশ অসুস্থতার ঝুঁকিও বেশি থাকে। এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও । প্রসঙ্গত, বিএমআই হল– শরীরের উচ্চতা অনুসারে ওজনের হিসাব। গবেষকেরা আরও বলছেন, বিষয়টি এমন নয় যে শুধু ওজন যাঁদের বেশি তাঁরাই ঝুঁকিতে আছেন। যাঁদের ওজন কম, করোনায় সংক্রমিত হলে তাঁদের ক্ষেত্রেও অসুস্থতার ঝুঁকি বেশি থাকে।

অতিরিক্ত ওজনের কারণে করোনার ঝুঁকি বেশি থাকে গবেষণা অনুসারে ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে । তবে ৬০ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি বাড়ে না। আবার ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশ কম থাকে ওজনের কারণে ।

Related posts

কত ঘন্টা অন্তর সঙ্গমেই করলে দীর্ঘস্থায়ী হতে পারে আপনার যৌন মিলন , জেনে নিন।

News Desk

বর্ষায় করোনা সতর্কতা, জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

News Desk

হিমোগ্লোবিন কম, চোখে কম দেখছেন, হাড় মজবুত রাখতে চান, খাবারে রাখুন সল্প মূল্যের এই শাক

News Desk