Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ে বাড়ির প্রস্তুতির মধ্যেই কোথা থেকে এসে পড়ল ব্যাগভর্তি নরকঙ্কাল! হারহিম করা দৃশ্যে আতঙ্ক!

কয়েক দিন পরই বিয়েবাড়ি। জোরকদমে সেই বিয়ে বাড়ির প্রস্তুতি চলছিল। বাড়ি পরিষ্কারের কাজ করছিলো শ্রমিকরা। কিন্তু এর মধ্যেই ঘটলো অঘটন, হারহিম করা ঘটনা। দুই বাড়ির মাঝখানের পাঁচিল থেকে খসে পড়লো নরকঙ্কাল! শ্রমিকরা খুব আতঙ্কিত হয়ে পরে। এই ঘটনায় বিয়েবাড়ির সমস্ত আনন্দ মাটি। এতো কঙ্কাল কোথেকে এলো– ভক্তিনগর থানার পুলিশরা এর তদন্ত করছে।

আজাদি প্রসাদ সাহানি বসতির বাসিন্দা। কয়েকদিন পরই তাঁর মেয়ের বিয়ে। রবিবার রাত পর্যন্ত তার প্রস্তুতি হিসেবে কাজ চলছিল আজাদি প্রসাদের বাড়িতে। খোঁড়াখুঁড়িও চলছিল বাড়ি পরিষ্কারের জন্য। সীমানা হিসেবে একটি টিনের দেওয়াল আছে আজাদি প্রসাদ ও প্রতিবেশী রাজু গুপ্তার বাড়ির মাঝে। সেই টিনের পাঁচিল থেকেই একটি প্লাস্টিকের ব্যাগ এসে পড়ে মাটিতে রবিবার রাতে। আতঙ্কে (Scare) ছিটকে যান শ্রমিকরা ব্যাগটি খুলতেই। নরকঙ্কাল ব্যাগের ভিতরে! রাতেই এলাকায় পাড়া-প্রতিবেশী জড়ো হন। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর সকালে ভক্তিনগর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ব্যাগ থেকে প্রায় ২৮ টুকরো উদ্ধার হয়েছে খুলি, হাড়-সমেত। আজাদি প্রসাদ বলেন, ” আমরা বাড়ি পরিষ্কারের কাজ করছিলাম। এই ব্যাগটি আচমকা এসে পড়ে পাশের বাড়ির টিনের বাউন্ডারি দিয়ে। খুলে দেখি, কঙ্কাল, হাড়গোড়, খুলি এর ভিতরে। কিছুই বুঝতে পারছি না কোথা থেকে এল, কেনই বা আমাদের বাড়ির কাছে এসে পড়ল। সব খতিয়ে দেখছে পুলিশ। খুবই আতঙ্কিত আমরা।” আচমকা কঙ্কালের ‘আগমন’ বিয়েবাড়ির কাজের মাঝে কোনও অশুভ ইঙ্গিত কি না, তা নিয়ে পরিবারের সদস্যরা চিন্তিত।

Related posts

সিগারেট খাওয়ার ছবি তুলেছিল সহপাঠীরা, ভাইরাল হয়ে যাবে ভয়ে মর্মান্তিক কান্ড ঘটালো ছাত্রী

News Desk

প্রেমে ঠকিয়ে দিয়েছে বৌদি! শোক সামলাতে না পেরে মাঝ গঙ্গায় ঝাঁপ যুবকের!!

News Desk

সূর্যের আলো শুষে লাল রঙের বিশেষ ফল, তৈরী করছে সোলার শেল! আবিষ্কার বাঙালি গবেষকের

News Desk