Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ফেসবুক লাইভে এসে বকখালীর জঙ্গলে ঝুলে পড়লেন একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলে! কি কারণ

একই পরিবারের ৩জনের দেহ উদ্ধার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ম্যানগ্রোভ এর জঙ্গলে। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ ওই দুপুরে দেহগুলি উদ্ধার করেছেন। বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার টাকা তছরূপের অভিযোগ ছিল ওই পরিবারের বিরুদ্ধে এমনটাই মত স্থানীয়দের। তারা রবিবার দুপুরে ফেসবুক লাইভ এ এসে এই অভিযোগ অস্বীকার করে দিয়েছে।

সূত্রের থেকে খোঁজ পাওয়া গেছে , অশোক নস্কর, অভিষেক নস্কর ও রীতা নস্কর মৃতদের নাম। তাঁরা কুলপির বাসিন্দা দক্ষিণ ২৪ পরগনার। একটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন সেখানে রীতাদেবীর মেয়ে পুনম। তিনি সেই টাকা ফেরত দিতে পারেননি। শনিবার কুলপিতে তাদের বাড়িতে চড়াও হন ঋণগ্রহীতারা তার জেরে। তারা বাড়িতে তালা লাগিয়ে দেয়। এমনকী তাদের হেনস্থাও করা হয়। এমনকী বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি পুনমের বাবা – মা ও ভাইকে। ওদিকে পুনম শ্বশুরবাড়ি পালিয়ে যান।

এর পর বকখালি চলে আসেন পুনমে মা বাবা ও ভাই এলাকায় উত্তেজনা থাকায়। রাতে আশ্রয় নেয় সৈকতের পাশে। বকখালি সৈকত লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে তাদের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে। তার আগে তছরূপের অভিযোগ অস্বীকার করেন তাঁরা ফেসবুক লাইভ করে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে এসে। বেসরকারি ঋণদানকারী সংস্থার প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায়।

Related posts

এই গ্রামে সকলেই অনায়াসে দড়ির উপর দিয়ে হাঁটতে পারে! জানেন কোন গ্রাম

News Desk

গোলাপি হোয়াটসঅ্যাপ থিম? ফাঁদে পা দিলেই সর্বনাশ

News Desk

পুলিশকর্মীদেরই লক আপে বন্দী করলেন পুলিশ সুপার! কারণ শুনলে অবাক হতে বাধ্য

News Desk