Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এক নারীতেই মজেছেন দুই বন্ধু! তাই এক মেয়ের সাথেই সংসার কিভাবে সামলাচ্ছেন দুজন পুরুষ

বন্ধু সহজে খুজেঁ পাওয়া যায় না। কিন্তু তারপরেও এমন মানুষ খুঁজে পাওয়া যায় যাদের সাথে পছন্দ, রুচি মিল খায়, ক্রমেই গড়ে ওঠে বন্ধুত্ব। প্রিয় বন্ধুর সাথে মনের মিল যে হয় এমনটা স্বাভাবিক কিন্তু তাই বলে দুজনের একই প্রেমিকা চাই, একই নারীতে মজেছে দুই পুরুষের মন, কিন্তু তারা তাঁদের বন্ধুত্বের ক্ষেত্রেও আপস করতে নারাজ। তাই দ্বিধা দ্বন্দ্ব এড়াতে তারা দুজনে একসাথেই ওই মহিলার সাথে সংসার পেতেছেন।

দুজন পুরুষ যারা বেস্ট ফ্রেন্ড তারা দাবি করেছেন যে তারা ছুটিতে দেখা হওয়া এক মহিলার সাথে একটি ট্রিপলেট (তিন জনের মধ্যের সম্পর্ক) সম্পর্ক তৈরি করেছেন কেননা তারা দুজনেই একই সময়ে একই সাথে ‘প্রেমে পড়েছিলেন’। এই দুজন পুরুষ বন্ধুর নাম দিনো ডি’সুজা (40 বছর বয়সী) এবং সাওলো গোমস (30 বছর বয়সী)। ফ্রান্সের বাসিন্দা তাঁরা। এক নারীকেই ভালোবেসেছেন দুই বন্ধু। ২৭ বছর বয়সী সেই নারীর সাথে গত দেড় বছর ধরে একসঙ্গে বাস করছেন।

ঘটনাটি শুরু হয়েছিল, ২০১৯ সালে যখন দুই বন্ধু বেড়াতে গিয়েছিলেন বার্সেলোনায়। স্পেনের বার্সেলোনায় বেড়ানোর সময় এক স্থানীয় পানশালায় সুন্দরী মহিলা ওলগার সাথে পরিচিত হন দু’জনে। বলা যায় পরিচয় হওয়া মাত্রই ওলগার প্রেমে পড়ে যান দুই বন্ধু। কিন্তু এই সুন্দরীকে ডেটে যাওয়ার কথা কে বলবেন? কোন বন্ধু সরে দাড়াবেন আর কে নিজের স্বপ্ন সুন্দরীকে প্রেমের প্রস্তাব দেবেন এই নিয়ে চিন্তায় পড়ে যান দু’জনে। কিছুক্ষণ ভেবেই সমাধান বার করেন দু’জনে , ঠিক করেন একসাথেই দেবেন প্রেমের প্রস্তাব সুন্দরীর সঙ্গে সময় কাটাবেন। তারপর যার ভাগ্যে যা সেটা মেনে নেবেন। তবে ভাগ্য হয়ত দুই বন্ধুকে আলাদা করতে চাই কেননা আশ্চর্যজনক ভাবে দু’জনকেই ওলগার ভীষণ ভালো লেগে যায় আর সেই থেকেই একসঙ্গে রয়েছেন দুই পুরুষ আর এক নারী

প্রথম দিকে পরিবার ও অন্যান্য বন্ধুবান্ধব তাদের এমন কাজকর্মে খুশি হননি খুব একটা। সকলেই ভেবেছিলেন কোনো বিকৃত মানসিকতা থেকে তারা এমনটা করছেন। অনেক ঝামেলা পোহাতে হয়েছিল এই তিনজনকে। এখন অবশ্য প্রত্যেকেই মেনে নিয়েছেন। এই তিন জন প্রেমিক প্রেমিকার জুটি এখন একসঙ্গে সময় কাটান। একসঙ্গে ডিনারে যান কিংবা লং ড্রাইভে বেরিয়ে পড়েন। হয়ত সমস্যা হয়, মিটেও যায়। সব মিলিয়ে সুখের সংসার বৈকি।

Related posts

আজ সংবিধান দিবস! কেন ২৬শে নভেম্বর ভারতের সংবিধান দিবস রূপে পালিত হয় জানেন?

News Desk

ওমিক্রনের থেকে বহুগুণে বেশি সংক্রামক হবে করোনার আগামী প্রজাতি, সতর্ক করল WHO

News Desk

৮৩ বছর বয়সে এসে সন্তানের বাবা হলেন বৃদ্ধ, স্ত্রীর বয়স কত শুনলে চমকে যাবেন!

News Desk