Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সোশ্যাল মিডিয়ায় ‘বন্ধু’ সেজে, দামি উপহারের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেফতার কলকাতার মহিলা

রাজস্থানের বাসিন্দাকে কলকাতায় (Kolkata) বসে ‘বন্ধু’ সেজে উপহার পাঠানোর নাম করে প্রতারণা। দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার পুলিশের সাহায্যে দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজস্থান পুলিশের একটি টিম সোমা সাহা নামে এক মহিলাকে গ্রেপ্তার করল।

পুলিশ জানিয়েছে, রাজস্থান (Rajasthan) পুলিশের জয়পুরের চাঁদওয়াজি থানার পুলিশের একটি টিম বুধবার হাজির হয় কলকাতায়। ওই টিম চারু মার্কেট থানার সঙ্গে যোগাযোগ করে। যৌথভাবে পুলিশ বি এল গাঙ্গুলি লেনে হানা দেয় চারু মার্কেট থানার ওসি সুভাষ অধিকারীর নির্দেশে। এখানেই গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে একটি বাড়ি থেকে। আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃত মহিলাকে চার দিনের জন্য ট্রানজিট রিমান্ডে রাখার নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, রাজস্থানেরই এক বাসিন্দা চাঁদওয়াজি থানায় অভিযোগ দায়ের করেন প্রায় তিন বছর আগে। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে সাইবার জালিয়াতরা অভিযোগকারীর সঙ্গে। ওই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এক বিদেশির নাম করেই খোলা হয়। তাদের পাতা ফাঁদে পা দেন অভিযোগকারী। তারা ‘বন্ধুত্ব’ করার জেরে শুরু করে চ্যাট। অভিযোগকারীকে, তাঁর জন্য প্রচুর উপহার অপেক্ষা করা আছে বিদেশ থেকে বলা হয়। কিছুদিন পর, মূল্যবান উপহারগুলি দিল্লিতে চলে এসেছে বলা হয়। কিন্তু সেগুলি আটকে রেখেছে শুল্ক দপ্তর। সেগুলি ছাড়ানো যাবে তিনি কিছু টাকা দিলেই। সোমা সাহা নামে ওই মহিলা ওই চক্রের সঙ্গেই যুক্ত ছিলেন।

অভিযোগ, অভিযোগকারীকে ফোন করে টাকা পাঠাতে বলে ওই মহিলা নিজেকে শুল্ক অফিসার পরিচয় দিয়ে। ওই মহিলারই একটি ব্যাংক অ্যাকাউন্টে তিনি টাকা পাঠাতে থাকেন। এভাবে ওই অ্যাকাউন্টে এসে জমা হয় তাঁর দশ লক্ষ টাকা। এর পর যোগাযোগ বন্ধ করে দেয় জলিয়াতরা অভিযোগকরাীর সঙ্গে। তদন্ত শুরু করে রাজস্থান পুলিশ ওই অ্যাকাউন্টের সূত্র ধরে। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সেই সূত্র ধরে সোমা সাহাকে শনাক্ত করে রাজস্থান পুলিশ। কলকাতার বহু বাসিন্দা এই জালিয়াতদের ফাঁদে পড়েছেন এর আগে।

জানা গিয়েছে, নাইজেরীয়রা এই জালিয়াত চক্রের পিছনে রয়েছে। আবার দিল্লির জালিয়াত চক্রও কখনও এই কাজ করে। সোমা সাহার কীভাবে যোগাযোগ হল এই জালিয়াত চক্রের সঙ্গে, রাজস্থান পুলিশ তা জানার চেষ্টা করছে। ওই মহিলা এই ধরনের কোনও অপরাধের সঙ্গে কলকাতায় যুক্ত কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

বিশ্বের সবচেয়ে দামি পায়রার দাম ১৫ কোটি টাকা!! কি এমন বিশেষত্ব আছে এই পায়রায়

News Desk

প্রেমিকের কাছে মাকে একা রেখে বিদেশে যাত্রায় তরুণী, ফিরে যা দেখলেন চক্ষু চড়কগাছ

News Desk

অনেক দিন পর পর যৌন সঙ্গমে লিপ্ত হন! এর কারনে কী হচ্ছে জানেন?

News Desk