Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

এয়ারপোর্টে বেসামাল হয়ে প্রস্রাব করছেন শাহরুখের ছেলে! জানুন ভাইরাল ভিডিয়োর আসল সত্যি

বলিউড বাদশা কিং খানের পুত্র আরিয়ান খান। এখন অব্দি সিনেমা না করেই তারকাদের সমান জনপ্রিয়তা তার। কিন্তু তাঁকে ঘিরে গত বছর মাদক মামলায় উত্তাল হয়েছিল বলিউড।

গত ২রা অক্টোবর গোয়াগামী এক ক্রুজ পার্টি থেকে মাদক সম্পর্কিত অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। প্রাথমিকভাবে এনসিবি হেফাজতে থাকার পর টানা ২৫ দিন সাধারন কয়েদিদের সাথে আর্থার জেল হেফাজতেই কাটাতে হয়েছিল তাঁকে।

এরপর দীর্ঘদিন ধরে আদালতে এই মাদক মামলায় এনসিবির সাথে আরিয়ানের উকিলের বাদানুবাদের পর কোনোক্রমে মাদক মামলায় জামিন হয় আরিয়ানের। তবে এই জামিন খুব একটা সহজে পাননি তিনি। বাদশা খানের ছেলে হলেও মাদক মামলায় জামিন তিনি পেয়েছেন কঠিন শর্তে। সম্পূর্ন নিষ্কৃতি পেয়ে গেছেন বলা যাবে না। এর মধ্যেই আবার এক ভাইরাল ভিডিও ঘিরে আবারও হই চই আরিয়ান খানকে ঘিরে। কি দেখা গেছে সেই ভিডিওতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা গেছে, এক বেসামাল মদ্যপ অবস্থার যুবক একটি এয়ারপোর্টে চেকিং এর সময় প্যান্টের বোতাম খুলে সর্বসমক্ষে মূত্র ত্যাগ করছে। মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়োটি। কেননা নেটিজন দের একাংশের দাবি, এই ভাইরাল ভিডিওতে যে তরুণ কে এমন লাজলজ্জা বিহীন ভাবে মূত্র ত্যাগ করতে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যাকে মাত্র কয়েক মাস আগেই মাদক কাণ্ডে সাথে জড়িত থাকার কারণে যেতে হয়েছিল জেল হাজতে।

কিন্তু সত্যিটা কি? জানা গেছে ভাইরাল ভিডিওর ওই যুবককে দুর থেকে আরিয়ানের মতো কিছুটা দেখতে লাগলেও তিনি আদপে আরিয়ান খান ছিলেন না। আর এই ভিডিওটি মোটেও সাম্প্রতিক নয় বরং আট বছর আগে ২০১৩ সালের। সেই সময় বিমানবন্দরে চেকিং করার সময় মূত্র ত্যাগ করতে দেখা গিয়েছিল কানাডিয়ান অভিনেতা ব্রনসন পেলেটিয়ারকে।

কে এই ব্রনসন পেলেটিয়ার? ইনি একজন অভিনেতা যিনি আকৃতি পরিবর্তনকারী ওয়্যারউলফের ভূমিকায় অভিনয়ের জন্য সুবিখ্যাত হয়েছিলেন ‘দ্য টোয়াইলাইট সাগা’ সিনেমায়। তবে, এখন শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নামে এই ঘটনাটিকে কিছু সোশ্যাল মিডিয়ার ইউজাররা চালানোর চেষ্টা করছে।

এই ভিডিয়োটি ট্যুইটার, ফেসবুক সহ হোয়াটসঅ্যাপও ছড়িয়ে পরেছে। যদিও, তাঁর কোনও যোগ নেই এই ঘটনার সঙ্গে। অনেকটাই আরিয়ানের মতো দেখতে কানাডিয়ান অভিনেতা ব্রনসন পেলেটিয়ারকে। এই ভিডিয়োতে অনেকটা আরিয়ান খানের মতো দেখতে হলেও এই দুজনের মধ্যে অনেকটাই ফারাক আছে।

কারণ সহজেই চোখে ধরা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে উল্লেখ্য ব্যক্তিরা। কিন্তু, এরপরেও এরকম ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে আরিয়ানকে বদনাম বা তাঁকে নিয়ে মজা করার জন্য বলে দাবি শাহরুখের অনুগামীদের।

Related posts

পাইরেসি সাইটে লিক হয়ে গেছে ‘রাধে’, ‘ টাকা দিয়ে না দেখলে ব্যবস্থা নেওয়া হবে’: সালমান

News Desk

‘পান মশলার’ বিজ্ঞাপন কি কারণে করেন ? সমালোচনার মুখে সপাট জবাব দিলেন অমিতাভ বচ্চন

News Desk

বাথরুমে নগ্ন ফটোশ্যুট করলেন অভিনেত্রী, কমেন্ট করে অশ্লীল প্রশ্ন নেটিজনদের

News Desk