অনেক জল্পনা PUBG Mobile ভারতে লঞ্চ হওয়া নিয়ে চলছে । একটাই কথা পাবজি প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে , ভারতে কি ফিরছে পাবজি? গত বছর সেপ্টেম্বরে ভারতে জনপ্রিয় এই মোবাইল গেম PUBG ব্যান করা হয়েছিল । তার পর থেকেই ঘুরে ঘুরে আসে একই প্রশ্ন ভারতে পাবজি মোবাইল কবে ফিরবে । তবে ভারতে আবার থেকে ফিরছে পাবজি মোবাইল গেম, এমনটি দুটি ইউটিউবার দাবি করছে । তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য দেয়নি ভারত সরকার বা সংস্থা কর্তৃপক্ষ ।
যে সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে GodNixon এবং TSM Ghatak নামের দুটি ইউটিউবার জানিয়েছেন। কিছু ভাল খবর পেতে চলেছেন ইউজার শীঘ্রই । বলা হচ্ছে যে ভারত সরকারের তরফে অনুমতি দেওয়া হয়েছে PUBG Mobile এর মূল কোম্পানি Krafton কে।
GodNixon যাকে লোকেরা চেনেন লভ শর্মা নামে, তিনিই সম্প্রতি এই খবরটি জানিয়েছেন যে PUBG ভারতে চালু করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ভারত সরকার এর পক্ষ থেকে । এর পাশাপাশি PUBG Mobile Update এও বলা হচ্ছে ! সরকার দিল অনুমতি। তবে এটা কবে পর্যন্ত ভারতে লঞ্চ করা হবে, তা বলা হয়েনি।
PUBG কন্টেন্ট ক্রিয়েটর লভ শর্মা একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, PUBG Mobile-কে ভারতে ফেরার সরকারি অনুমতি দিয়েছে। আর সেই ভিডিওর টাইটেল লেখা হচ্ছে, PUBG Mobile Update! Government Approved’। সেই ভিডিও মেসেজে লভ শর্মা লিখছেন, ‘বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, ভারত সরকার PUBG Mobile-কে এ দেশে ফেরার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত রিলিজ ডেট বা কোন মাসে পুনরায় তা রিলিজ করা হতে পারে, সে সংক্রান্ত কোনও তথ্য জানা যায়নি। কিন্তু হ্যাঁ, PUBG Mobile ভারতে আসছে, একথাটা নিশ্চিত ভাবেই বলা যেতে পারে।’