Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভেন্টিলেশনে করোনা রোগী, ভুল করে ওষুধ ভেবে দেওয়া হল ভায়াগ্রা; তারপরই চমৎকার!

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেশায় নার্স মনিকা অ্য়ালমেইদা। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। অক্সিজেন লেভেল ক্রমাগত কমে আসছিল। ২৮ দিন ধরে কোমায় ছিলেন তিনি। শেষ ৭২ ঘণ্টা কাটিয়েছেন ভেন্টিনেশনে। যখন সকলে তাঁর বাঁচার আশা ছেড়ে দিয়েছেন, তখনই ঘটল মিরাকেল।

তাঁর এক সহকর্মীর হঠকারী সিদ্ধান্তে বিপন্মুক্ত হলেন মনিকা। ফিরে পেলেন প্রাণ। ফের সুস্থ হয়ে উঠছেন ব্রিটেনের ওই বাসিন্দা।

কী সেই সিদ্ধান্ত? ক্রমাগত খারাপ থেকে খারাপতর হচ্ছিল মনিকার শারীরির অবস্থা। একদিন ভুল করে ওষুধ ভেবে তাঁকে ভায়াগ্রা দিয়ে দেন এক সহকর্মী। এরপরই ঘটে চমৎকার। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন মনিকা অ্য়ালমেইদা। শরীরে অক্সিজেন লেভেল বাড়তে থাকে। এমনকী কোমা থেকে স্বাভাবিক হয়ে যান তিনি। ওই হঠকারী সিদ্ধান্তের জন্য সহকর্মীকেই দিচ্ছেন মনিকা।

জানা গিয়েছে, ব্রিটেনের একটি হাসপাতালে কোভিড রোগীদের মধ্য়েই কাজ করতেন মনিকা। তিনিও করোনা পজিটিভ হন। এরপর ধীরে ধীরে স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলতে থাকেন। তাঁর কফের সঙ্গে রক্ত পড়তে থাকে। অক্সিজেন লেভেল পড়ে যায় এবং ধীরে ধীরে কোমায় চলে যান তিনি। কিন্তু ভায়াগ্রার সাহায্যে নতুন জীবন পেলেন মনিকা।

Related posts

‘বাহুবলি’ খ্যাত প্রভাসের নতুন সিনেমা কেন মুক্তি পাচ্ছে না? শোকে চরম সিদ্ধান্ত ভক্তের!

News Desk

বাস্তবেই যেন স্ত্রী ছবি! গুজরাটের এই গ্রামে দূর্গা অষ্টমীর দিন শাড়ী পরে বাইরে বেরোন পুরুষেরা

News Desk

এই রেস্তোরাঁয় কফি খেলে মিলবে মহিলা সঙ্গ! দেওয়া হয় সেক্সের অফার ও!!

News Desk