Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রচন্ড উত্তেজনা নিয়ে যৌনতায় মত্ত ব্যক্তির যৌনাঙ্গ ভাঙলো উলম্ব ভাবে। কীভাবে সম্ভব ? দুনিয়ার ডাক্তাররা ভেবেই পাচ্ছেন না

যৌনতার সময় ভেঙেই গেলো যৌনাঙ্গ ! ব্রিটিশ এমন ঘটনা দেখা যায়নি কখনও মেডিক্যাল জার্নালের ইতিহাসে। চিকিৎসক দের মতে এই ঘটনা অত্যন্ত বিরল। শুধু তাই নয়, ৪০ বছর বয়সের ওই ব্যক্তির যৌনাঙ্গ একেবারে উলম্ব ভাবে ভেঙেছে। এই দুর্ঘটনা ঘটে যৌনতার সময়। এ ঘটনায় চিকিৎসক মহলও হতবাক।

৪০ বছরেও যৌনতায় মত্ত!

নতুন কিছু নয় যৌনতা কিংবা ভালোবাসা! একটা চাহিদা মাত্র শরীরের। আর তা আসতে পারে যে কোনও বয়সে। আর তাই ওই ব্যক্তি ৪০ এও যৌনতায় মত্ত হয়ে ওঠেন। কিন্তু তাঁর জীবনে কার্যত কালো মেঘ নামিয়ে আনবে এই অবাধ যৌনতা তা ঘুনাক্ষরেও টের পাননি তিনি। ওই ব্যক্তি উলম্ব ভাবে অর্থাৎ vertical penile fracture ঘটেছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী। কিন্তু penile fracture ঘটে বেশির ভাগ ক্ষেত্রেই । ফলে এই ঘটনাকে প্রথম থেকেই বিরল হিসাবে দেখছে ডাক্তাররা।

কোনও আওয়াজ পর্যন্ত হয়নি ভাঙার সময়!

ওই ব্যক্তি, এভাবে যে যৌনাঙ্গ ভাঙতে পারে তা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি। কারণ কোনও শব্দ হয়নি এই অঘটন ঘটার সময় । এমনকি কোনও ঘটনাই ঘটেনি বুঝতে পারার মতো। কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করছিলেন ওই ব্যক্তি ধীরে ধীরে। সমস্যা বাড়তে থাকছিল যতদিন বাড়ছিল। পুরুষাঙ্গে বেশ কিছু অনুভুতি হারিয়ে যায় বিশেষ করে। কিন্তু কি ঘটেছে তা বুঝতে পারছিলেন না।

একাধিক পরীক্ষা করা হয়

ওই ব্যক্তির এমআরই থেকে শুরু করে একাধিক পরীক্ষা করা হয়। আর পুরুষাঙ্গের ভাঙন ধরা পড়ে সেখানেই। আদৌতে এটিকে পেশি ছিঁড়ে যাওয়া বলা হয় পুরুষাঙ্গের ভাঙন বলা হলেও। কারণ হাড় ভাঙে না পুরুষাঙ্গের। উলম্বভাবে থাকা বেশ কয়েকটি পেশি ছিঁড়ে গিয়েছে ওই ব্যক্তির যৌনাঙ্গে । তবে ওই ব্যক্তির ইতিমধ্যে সার্জারি করা হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন। ডাক্তাররা এমনটাই জানিয়েছন।

ছয়মাসেই শরীরে ফিরবে যৌনতা

শুধু তাই নয়, আগামী ছয়মাসের পর থেকে ফের যৌনতা ফিরে আসবে ওই ব্যাক্তির চিকিৎসকরা জানাচ্ছেন। তবে এই ঘটনা একটা আলোড়ন ফেলে দিয়েছে চিকিৎসাবিজ্ঞানে। শুধু তাই নয়, ডাক্তারদের একটা জ্ঞানের ভান্ডার খুলে গেল এমনও যে ঘটতে পারে সে বিষয়ে।

Related posts

স্তিমিত হচ্ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের ধাক্কা! দেশের করোনা গ্রাফে সস্তি

News Desk

বিবাহিত হয়েও স্বমেহনে অভ্যস্ত? এটা কি কোনো অসুস্থতার লক্ষণ? কি বলছে বিশেষজ্ঞরা

News Desk

ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করলে মিলবে ২ লক্ষ পর্যন্ত টাকা, আরো একাধিক সুবিধা! আজই করুন

News Desk