Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গ্রাম ঘুরে যৌন সম্পর্ক একশোর বেশি মহিলার সঙ্গে, এই কাহিনী আজব এক ধর্মগুরুর

মালয় দেশটি পূর্ব আফ্রিকায় । এখানকার একেক রীতিনীতি শুনলে আপনি নিজেও চমকে যাবেন। ধর্মের পবিত্রতা বজায় রাখতে যে সমস্ত রীতি এখানে পালন করা হয়ে থাকে তা সভ্য সমাজের কাছে গ্রহণযোগ্য নয় । এখানকার মায়েরা অপরিচিত পুরুষের সঙ্গে শুতে পাঠান তাঁদের নাবালিকা এবং কুমারি মেয়েদের! যাতে, যৌনতার শুদ্ধিকরন হয় তাঁর মেয়ের!

এমন ঘটনার রেওয়াজ পাওয়া যায় সে দেশের বেশিরভাগ জায়গাতেই। এক টেলিভিশন চ্যানেলে মাত্র কিছুদিন আগেই সে দেশের এক ধর্মগুরু বলেন, তিনি নাকি যৌন সম্পর্কে গড়েছেন ১০০-রও বেশি নাবালিকা এবং মহিলার সঙ্গে! আজকের দিনে এমন কথা ভাবতেও লজ্জা পাবে সভ্য সমাজ। এরপরেও তিনি ব্যাখ্যা দেন যে এটা করলে নাকি শরীরের যৌনতার শুদ্ধিকরণ হয়!

তিনি নাকি এই রীতির জন্যই গ্রামে, গ্রামে ঘুরে বেড়ান! পাশাপাশি এমনও বলেছেন ওই ধার্মিক যে, কোনও কোনও মেয়ে কিছু কিছু ক্ষেত্রে নাকি, তাঁকে হাত ছোঁয়াতেও দেয়নি শরীরে। ১২-১৩ বছরের মেয়েরাই শুধু নয়।

শুধু নাবালিকা মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এমন করতে হয় সে দেশের বিধবা মেয়েদেরও! তাহলে ভাবুন সেখানকার মেয়েদের কত কিছু সহ্য করতে হয় শুধু মাত্র সেখানকার রীতি বজায় রাখতে। বুঝতে পারছেন! এখনও কোথায় পড়ে আছে পৃথিবীর কিছু অংশ!

Related posts

বিয়েতে এবারে উপহার দিন মহার্ঘ্য পেট্রল-ডিজেল! অভিনব ভাবনা ইন্ডিয়ান অয়েলের

News Desk

বাড়িতে কিলবিল করছে নানা প্রজাতির বিষধর সাপ, ঘরের মেঝেয় পড়ে গৃহকর্তার প্রাণহীন দেহ

News Desk

নৃশংস! ২ মাসের একরত্তি মেয়েকে হত্যা করে মাইক্রোওয়েভে লুকিয়ে রাখলেন মা! কেন?

News Desk