Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ঢেউ নয়, পৃথিবী জুড়ে আসতে চলেছে কোভিড ‘সুনামি’, চরম সতর্কবার্তা দিল WHO প্রধান

এবার আর শুধুমাত্র ঢেউতেই সীমাবদ্ধ থাকবেনা কোভিড, গোটা বিশ্বে এবার আসতে চলেছে কোভিড সুনামি। সম্পূর্ণ রূপে ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা। WHO প্রধান এমন আশঙ্কার কথা জানালেন।

বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা (Health Systems) ইতিমধ্যে তাদের ক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। এর উপর স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে ওমিক্রন (Omicron) এবং ডেল্টা (Delta) ভেরিয়েন্টের কোভিড-১৯ (COVID-19) কেসের ‘সুনামি’র চাপে বলে, বুধবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করল। হু বলেছে, ডেল্টা এবং ওমিক্রন রূপান্তর বর্তমানে বিশ্বে ‘দ্বৈত হুমকি’ সৃষ্টি করেছে। এর ফলে, নতুন করোনা-১৯ সংক্রমণের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছতে চলেছে এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা – দুইই বাড়ছে বিশ্বজুড়ে। পরিসংখ্যান অনুযায়ী যত কেস হয়েছিল ভারতে সেকেন্ড ওয়েভে, ৪-৫ গুণ বেশি কেস তার থেকে এক সপ্তাহে হয়েছে বিশ্বে। ফলে পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগজনক হচ্ছে যে তা বলাই বাহুল্য।

হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেছেন, “এত বেশি ওমিক্রনের সংক্রমণের হার যে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা। কোভিডের সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে।” তাঁর কথায়, “ স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যব্যবস্থার উপর বিপুল চাপ তৈরি হবে যদি এমনটা হয়। এমনকি পরিস্থিতিও তৈরি হতে পারে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার মতো।”

তিনি আরও জানান, গত দুই বছর ধরে মহামারির (Coronavirus Pandemic) মোকাবিলা করতে করতে স্বাস্থ্য কর্মীরা এখন অবসন্ন হয়ে পড়েছেন। প্রায় ভেঙে পড়ার মুখে স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থায় বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার উপর অকল্পনীয় চাপ সৃষ্টি করতে চলেছে কোভিড সুনামি।

বিশ্বের বহু দেশে ইতিমধ্যেই ওমিক্রন ছড়িয়ে পড়েছে। কোভিড সংক্রমণের সংখ্যা গত এক সপ্তাহে গোটা বিশ্বে ১১ শতাংশ বেড়েছে। ইউরোপের ব্রিটেন, ফ্রান্স-সহ বেশ কয়েকটি দেশে ডেল্টাকে সরিয়ে ইতিমধ্যেই চালিকাশক্তির ভূমিকা নিয়েছে ওমিক্রন। এক লক্ষেরও বেশি করে দৈনিক সংক্রমণ হচ্ছে দিনে। আমেরিকাতে ঠিক এক রকম সংক্রমণের ছবিটা।

Related posts

প্রেমের জন্য মার খেয়ে ভাগ্য ফিরলো দরিদ্র ব্যাক্তির! মিলল মডেলকে কিস করার সুযোগ

News Desk

প্রতিবার একই পদ্ধতি অনুসরণ করলেই বিষমকামী মহিলাদের উত্তেজিত করা যাবে এমনটা নয় , ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যৌন উত্তেজনা জাগে

News Desk

মধুচক্রের পর্দা ফাঁস পুলিশের! আটক তিন মহিলার মধ্যে একজন মুম্বই অভিনেত্রী! ঘটনায় চাঞ্চল্য

News Desk