Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

স্বামীর সামনেই জন আব্রাহামের সঙ্গে ঘনিষ্ঠ রোমান্স করেছিলেন, খোসলা করলেন অভিনেত্রী!

সত্যমেব জয়তে ২-এর প্রচারে কপিলের শো-তে হাজির হয়েছিলেন জন আব্রাহাম এবং দিব্যা খোসলা কুমার। কপিল শর্মার ইউটিউব চ্যানেলে সেই পর্বের একটি আনসেন্সর্ড ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতে ছবির নায়িকা অর্থাৎ দিব্যাকে তাঁর স্বামী তথা সত্যমেব জয়তে ২-এর প্রযোজক ভূষণ কুমারের সম্পর্কে প্রশ্ন করে বসেন কপিল।

মজার ছলেই দিব্যার কাছে কপিল জানতে চান যে শ্যুটিং সেটে তাঁর স্বামী ভূষণ কুমারের সামনে কি অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ করতেন তিনি নাকি তাঁকে সেট থেকে স্বামীকে চলে যাওয়ার নির্দেশ দিতেন? জবাবে দিব্যা জানান সেটে স্বামীর সামনে অভিনয় করতে কোনওরকম জড়তা বোধ করতেন না তিনি।

সত্যমেব জয়তে ২-এর নায়িকার কথায়, ‘এমনিতেও ভূষণ শ্যূটিং সেটে প্রায় আসে না। মাত্র ২-৩দিনের জন্য এসেছিল। আর যখন এসে হাজির হয়েছিল সেই সময় জনের সঙ্গে এই ছবির দারুণ একটি রোম্যান্টিক গানের ভিডিয়ো শ্যুট করতে ব্যস্ত ছিলাম। ওঁর সামনেই দিব্যি সেই ভিডিয়োর শ্যুট করেছি। একফোঁটা অস্বস্তি কিংবা অসুবিধে হয়নি আমার।’

এরপর আড্ডা বাড়লে দর্শকদের উদ্দেশে কপিল বলেন যে দিব্যা তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে কেন সে বারবার তাঁর সামনে নানান ছল ছুতোয় শুধু টাকার কথা তোলেন? নিজেই সেই জবাব দিয়েছেন ‘দ্য কপিল শর্মা শো’ এর সঞ্চালক, ‘আমি তো দিব্যাকে বলেই দিয়েছিলাম আমি তো ওই জিনিষটির কথা বারবার তুলবই যা আপনার কাছে প্রচুর আছে আর আমার কাছে নেই!’

Related posts

এক্স বয়ফ্রেন্ডের বাবাকেই বিয়ে করলেন এই তরুণী! কারণ শুনলে যে কেউ চমকে উঠবেন

News Desk

আজ সংবিধান দিবস! কেন ২৬শে নভেম্বর ভারতের সংবিধান দিবস রূপে পালিত হয় জানেন?

News Desk

৫ বছর আগে সাপের কামড়ে মৃত্যু, এখন ছেলেকে জীবিত খুঁজে পাওয়ার দাবি করছেন মহিলা

News Desk