Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ঠিক যেন ‘মানব শিশু’। অবিকল মানুষের মত দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল!

‘মানুষের মতো’ দেখতে বাচ্চা জন্ম দিয়েছে ছাগল। এই খবর চাউর হতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন অসমের কাছাড়ে। গঙ্গাপুর গ্রামের এমন ঘটনায় হতবাক অনেকেই।

ছাগলের সন্তান। কিন্তু দেখতে প্রায় মানুষের মতো! এমনটাও হয়। andhrawishesh.com-এ প্রকাশিত খবর অনুযায়ী কর্ণাটকের কোটে তালুকে সোলাপুরে দুটি ছাগশিশুর জন্ম হয়েছে। যাদের প্রায় ৭০ শতাংশ মানুষের মতো দেখতে।

জানা গিয়েছে, ওই গ্রামেরই এক বাসিন্দার পোষ্য ছাগল যে বাচ্চা দিয়েছে তার মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। তবে কান ছাগলের মতোই। চারপেয়ে নয়, ছাগলের সেই বাচ্চার আবার দু’টি পা।

সদ্যোজাত ছাগলের বাচ্চাটিকে দেখতে ওই গ্রামে ভিড় জমাতে শুরু করেছেন আশপাশের গ্রামের বাসিন্দারাও। ছাগলের মালিক জানিয়েছেন, সোমবার ছাগলটি বাচ্চার জন্ম দেয়। অদ্ভুত দেখতে সেই বাচ্চাকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। যদিও বাচ্চাটি বেশি ক্ষণ বাঁচেনি। পরিপুষ্ট এবং স্বাভাবিক ভাবে বৃদ্ধি না পাওয়ায় এমন অদ্ভুত দেখতে হয়েছে বলে স্থানীয় পশু চিকিৎসকদের মত।

Related posts

খুন করে প্রায়শ্চিত্ত করতে পুণ্যস্নান করতে গিয়েছিল খুনি, ফিরে আসতেই যা হলো

News Desk

IPL খেলোয়াড় সন্দীপ লামিছনের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ! FIR দায়ের করলো পুলিশ

News Desk

হাওড়া শাখায় পূর্ব রেল চালু করতে চলেছে ‘ক্লোন ট্রেন’! কি এই ক্লোন ট্রেন? জানেন?

News Desk