Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বউয়ের গয়না বিক্রি করে বানালেন ‘অ্যাম্বুলেন্স’! করোনায় নজির অটোচালকের

করোনা ভাইরাসের দ্বিতীয় নাজেহাল অবস্থা হাসপাতালগুলির। মিলছে না পর্যাপ্ত শয্যা,  হাহাকার অক্সিজেনেরও। করোনা সংক্রমণের সাথেসাথে ঊর্ধ্বমুখী করোনায় মৃতের সংখ্যাও। এক বছর পরেও একি বেহাল অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার। তবে এমন অবস্থায় মানবিকতার নজির নেহাত কম নয়। করোনার বিরুদ্ধে এগিয়ে আসছে একের পর এক মানবিক দৃশ্য।  লড়াইয়ে অগ্রণী হয়ে উঠে আসছেন আমজনতারাই।

বউয়ের-গয়না-বিক্রি

ঠিক তেমনই নজির গড়লো ভোপালের এক অটোচালক। ভোপালে জাভেদ খান নামের এক অটোচালক বউয়ের গয়না বিক্রী করেছেন। নিজের অটোকে পাল্টে ফেললেন অ্যাম্বুলেন্স- এ। জানালেন, করোনা রোগীদের দুরাবস্থার কথা ভেবে তাঁর এই উদ্যোগ। করোনা রোগীদের হাসপাতালে সময়ে যাতে পৌঁছে দেওয়া যায় তাই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। আর এই অ্যাম্বুলেন্স পরিষেবা তিনি দিচ্ছেন সম্পূর্ণ নিখরচায়।

জাভেদ জানান, “করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনের বেলাগাম হার ভাবাচ্ছে জাভেদকে। মানুষের খারাপ অবস্থা দেখে তাঁর মন একটুও ভাল নেই, তিনি মানুষ- এর জন্যে কিছু করতে চান। তাই তার এই অ্যাম্বুলেন্সের প্রয়াস। যেখানে দেশজোড়া সংক্রমনে বিভিন্ন জায়গায় উঠে আসছে করোনা রোগীদের সামান্য পরিষেবার জন্য অত্যধিক টাকা লুট করার খবর সেইখানে করোনা আক্রান্ত রোগীদের তিনি নিখরচায় পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এমনকি ওই অ্যাম্বুলেন্স অটোর মধ্যেই তিনি ব্যবস্থা করেছেন অক্সিজেনেরও।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ কে রুখতে ইতিমধ্যেই এগিয়ে এসেছে ছোটো বড় অনেক সংস্থা। এগিয়ে আসছে বহু মানবিক মুখও। করোনা কে রুখতে এই সামগ্রিক লড়াই এখন একমাত্র ভরসা।

Related posts

নেই মন্দির! ৫০০ বছর ধরে কেন মাটিতেই পুজো হয় দক্ষিণ দিনাজপুরের মাটিয়া কালীর

News Desk

এয়ার হোস্টেসকে দেখতে ৫০ বার বিজনেস ক্লাসে ভ্রমণ! শেষ অব্দি পুলিশ করালো কান ধরে উঠবোস

News Desk

দীঘা-হলদিয়ায় চোখ রাঙাচ্ছে ইয়াস, ৩০০টি স্কুল ও ৪৬টি শিবিরে সরানো হচ্ছে লোকজনকে

News Desk