বাড়িতে বাড়িতে রহস্যজনক চকখড়ির দাগ।
এমন একটি ঘটনাই চিন্তায় ফেলেছে ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের বাসিন্দা দের। সম্ভাব্য ডাকাতি বা রাহাজানির ভয়ে ঘর ছাড়ছেনও অনেকে। কিছুদিন আগে সেখানে কোনও রহস্যজনক ব্যক্তি বা ছিনতাইকারি কোনও দল বেশ কয়েকটি বাড়ির দেওয়ালে চকখড়ির দাগ দিয়েছে। প্রসঙ্গত এই এলাকায় কুকুর আর গাড়ি চুরির ঘটনা লেগেই থাকে! তাই হালে এই চকের দাগ দেখে ভয় পেয়ে গিয়েছেন নর্দাম্পটনশায়ারের বাসিন্দারা, অনেকেই নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র নিরাপদে থাকতে চলে যাচ্ছেন। সব মিলিয়ে এক অস্বস্তিতে ভুগছে শহর।
ইংল্যাণ্ডের দ্য মিরর নিউজপেপার এই প্রসঙ্গে তাদের এক প্রতিবেদনে বলেছে গেমা স্মলবোনস নামের বৃদ্ধার অভিজ্ঞতা। গেমা জানিয়েছেন যে একদিন ইলেকট্রিক অফিসের নাম করে এক অপরিচিত ব্যক্তি তাঁর বাড়িতে এসেছিলেন। তার আবভাব ছিল সন্দেহজনক। যেন তিনি ঘরের ভিতরটা উঁকি দিয়ে দেখতে আগ্রহী! তাতেই গেমার সন্দেহ হয়, ওই ব্যাক্তি চলে যাওয়ার পর তিনি ইলেকট্রিক অফিসে ফোন করলে তারা বলে যে তারা কোনও সেলসম্যান পাঠায়নি। পরের দিন গেমা তাঁর বাড়ির দেওয়ালে চকখড়ির দাগ দেওয়া!
শুধু গেমাই নয়, এই রহস্যজনক ব্যক্তির সামনে পড়েছেন আরেক বাসিন্দা ক্রিস্টি ক্লেফোর্থ লি। তিনিও তাঁর বাড়ির সামনে একই রকম চেহারার এক ব্যক্তিকে রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছিলেন। ক্রিস্টি খোঁজ করতে যেতেই সে পালিয়ে যায়। এবং ক্রিস্টি আবিষ্কার করেন যে তার দেওয়ালেও চকখড়ির দাগ রয়েছে।
একি ভাবে আরো কিছু বাড়িতেও দাগ দেখেছেন বাসিন্দারা। তাতেই ভয় ঘিরে ধরেছে নর্দাম্পটনশায়ারের অধিবাসীদের। নিরাপত্তার কারণে ঘর ছাড়ছেন তারা।