Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ডিভোর্সি পাত্রী চাই, ভুয়ো নাম পরিচয় সহ বিজ্ঞাপন দিয়ে কোটি টাকার হাতিয়ে নিল ব্যাক্তি

এ যেন এক অভিনব প্রতারণার ফাঁদ। বিয়ের বিজ্ঞাপন দিয়ে জাল বিছাতো প্রতারক। নিজেকে সেই ব্যাক্তি পরিচয় দিত সিনিয়র সহকারী সচিব হিসাবে। আর বিয়ের বাজারে নিজের ভুয়ো পরিচয় দিয়ে হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা। এইভাবেই ইমাম শাহজাদা নামক ওই যুবক ফেঁদেছিল কোটি টাকার প্রতারণার ছক। ঘটনাটি বাংলাদেশের।

আপাতত বাংলাদেশ পুলিশের হেফাজতে সে। কি ভাবে প্রতারণা করত সে? জেনে নিন।

প্রতারক বিয়ের জন্য বিধবা অথবা ডিভোর্সি পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপনটি দিত এই ভাষায়, ‘স্ত্রী মৃত। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। বিধবা অথবা ডিভোর্সি সুদর্শনা পাত্রী চাই।’ নিজের পরিচয় দিতেন বাংলাদেশের ৩০-তম বিসিএসে (CDS) প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

যারা বিজ্ঞাপন দেখে আগ্রহী হয়ে যোগাযোগ করতেন তাঁদের বলা হত সুবিধাজনক জায়গায় বদলি পেতে তাঁর কিছু টাকার দরকার। ওই যুবক নিজেকে পরিচয় দিতেন যেহেতু বিসিএস কর্মকর্তা হিসাবে তাই নিজেদের মেয়ের সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক মহিলাই ওই প্রতারককে টাকা দিয়ে খুইয়েছেন লাখ লাখ টাকা।

নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে গিয়ে ওই যুবক জানাতেন তাঁর স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেননি তিনি। মুসলমান পাত্রীদের নিজের নাম ভাড়িয়ে বলতেন জহিরুল হক। আবার ধর্ম নাম দুই ভাঁড়িয়ে হিন্দু হিসেবে হিন্দু পাত্রীদের জন্য নিজের পরিচয় দিতেন অসীম কুমার সরকার হিসাবে। এরপর ডিভোর্সি বা বিধবা পাত্রীর সন্ধান করতে নিয়মিত পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যেতেন।

এই ভাবেই চলছিল বেশ, এরপর এক ডিভোর্সি (Divorce) নারী বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন তার সাথে, বিয়ের কথাবার্তা যখন প্রায় চূড়ান্ত ঠিক সেই সময় ওই প্রতারক জানায় নীলফামারিতে তার বদলি হয়ে যাবে। বদলি রুখতে ঘুষ দিতে হবে। তারপর ওই মহিলার কাছ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা নিয়ে বন্ধ করে দেন সমস্ত যোগাযোগ। মহিলা জানান, ”তার কথা শুনে আমি বিশ্বাস করেছিলাম যে সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

পুলিশ জানিয়েছে, বিজ্ঞাপন দেখে যতজন তার সঙ্গে যোগাযোগ করেছে, তাদের সবার কাছ থেকেই সে হাত করেছে লাখ লাখ টাকা। এখন পর্যন্ত প্রতারণা করে নাহলেও কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গিয়েছে।

এ টাকা নিয়ে সে জুয়া খেলে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে।” এ প্রসঙ্গে বিজ্ঞাপন দেখে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছে পুলিশ।

Related posts

মালদা জেলার মিনি দীঘা! জানেন উত্তর বঙ্গের এই সমুদ্র সৈকতের ব্যাপারে?

News Desk

উপহার দেওয়া স্মার্টফোন ফেরত দিতে অস্বীকার প্রেমিকার! ক্ষিপ্ত হয়ে যা করলেন প্রেমিক

News Desk

প্রতিদিনে খেত ৪০টা রুটি! ১২ বছরের ছেলের শরীরে ব্লাডসুগার ১২০৬! স্তম্ভিত চিকিৎসকরাও

News Desk