Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা টিকার সার্টিফিকেট না দেখালে মিলবে না বেতন। সরকারি কর্মচারীদের জন্য নিয়ম জারি করল এই রাজ্য

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Coronavirus New Strain Omicron) বেশ দ্রুততার সাথে ছড়াচ্ছে। এই নতুন স্ট্রেনের আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ভারতে দ্রুত বাড়ছে৷ ইতিমধ্যেই ভারতে ২০০ এর গন্ডি পার করে গেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সাথে সাথেই ওমিক্রন (Omicron) আতঙ্কে কাবু হচ্ছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ব্রিটেন আর আমেরিকায় ডেল্টাকে সরিয়ে মূল স্ট্রেনের জায়গা নিয়েছে ওমিক্রন।

গবেষণায় সম্ভাবনা দেখছে ওমিক্রনের বিরুদ্ধে বেশির ভাগ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) কার্যকরী নয় এমনটাই জানা যাচ্ছে৷ ওমিক্রনকে আটকাতে না পারলেও তার মাত্রা অনেকটাই কম করবে ভ্যাকসিন। সরকার থেকে বার বার জোর দেওয়া হয়েছে করোনা টিকাকরনের উপর। তবে একটু ব্যতিক্রমী পথ বেছেছে এই রাজ্য। সরকারের যে কোন কার্য পদ্ধতিতে সবার আগে উদাহরণ স্থাপন করার দায় সরকারি কর্মচারীদের। তাই কোন সরকারি কর্মচারী যদি করণা ভাইরাসের ভ্যাকসিন না নেন তাহলে তার জন্য তাকে মানতে হবে শাস্তির বিধান।

করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট নেই? তাহলে মাস গেলে মিলবে না মাইনে। সরকারি কর্মচারীদের জন্য এই কড়া নিয়ম লাঘু করল পঞ্জাব সরকার। যদিও বর্তমানে পঞ্জাবে বর্তমানে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার সংখ্যা মোটামুটি নিয়ন্ত্রণে আছে। শেষ এক মাসের সপ্তাহ অনুযায়ী হিসাব করলে দেখা যাচ্ছে, সাপ্তাহিক করোনা সংক্রমণ ১০ শতাংশের হারে কমেছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহ (২৩-২৯ নভেম্বর) রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন মোট ২৫৬ জন। যা পরের সপ্তাহে কমে দাড়িয়েছে ২২৫ জনে। কমেছে পাঞ্জাব রাজ্যের কনটেনমেন্ট জোনের সংখ্যাও।

কিন্তু হঠাৎ করেই বিশ্ব তথা দেশ জুড়ে করোনাভাইরাসের নতুন অতি সংক্রামক প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। যদিও পঞ্জাবে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলেনি। কিন্তু কোন ধরনের ঢিলেমি না দিয়ে সতর্কতার পথেই হেঁটেছে পঞ্জাব সরকার। ওমিক্রনের উপর করোনা টিকার কার্যকরিতা নিয়ে সন্দেহ থাকলেও বলা হচ্ছে সংক্রমনের প্রভাব হ্রাস করতে পারে টিকা। তাই করোনা টিকা যত দ্রুত সম্ভব নেওয়ার কথা প্রচার করতেই এমন পদক্ষেপ।

প্রসঙ্গত সারা ভারতে প্রভাব ফেলছে ওমিক্রণ। ইতিমধ্যে আরো নানা রাজ্যে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে।

Related posts

স্বামী দুবাইয়ে! পরকীয়া ধরা পড়ায় বিবাহিত মহিলাকেই আবার বিয়ে করতে বাধ্য হলেন প্রেমিক

News Desk

৮৪টি পর্ন সাইটে সোদপুরের মডেলের ‘বোল্ড’ ফটোশুট! লক্ষাধিক টাকা আয় অভিযুক্তের

News Desk

২৮ বছর ধরে গুহায় ঘুমিয়ে আছে তুষার যুগের সিংহ শাবক! সম্পূর্ন অক্ষত, গায়ের একটা লোমও ঝরেনি

News Desk