Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মনের প্রচুর মিল, কিন্তু শারীরিক আকর্ষণ তৈরী হচ্ছে না। সম্পর্কের ভবিষ্যৎ কি? জেনে নিন

অনেক দিনের চেনা বন্ধু যার সাথে মন খুলে কথা বলা যায়। মনের সব কথা বলে হালকা হওয়া যায় , এমন সঙ্গীর খোঁজই বোধহয় সকলে করে। কিন্তু অনেকসময় দেখা যায় এমন প্রিয় বন্ধুর সাথে জীবনের পথ চলার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায় একটি বিষয়। সেটি হচ্ছে একে ওপরের প্রতি শারীরিক আকর্ষণ বোধ। অথবা কারো সাথে পরিচয় হয়ে দেখলেন দুজনের চিন্তা ধারায় প্রচুর মিল। আড্ডা মেরে ভালো লাগছে। কিন্তু কোনো ভাবে শারীরিক আকর্ষণ বোধ করছেন না। শুধু একটা জায়গায় বাঁধছে। নাহলে দুজনের সাথে দুজনের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু শারীরিক সম্পর্কের দিক টাও তো হেলাফেলার নয়।

কিন্তু আরেকটা বিষয়ও তো ভেবে দেখার আছে। অনেক সময় শুধু শারীরিক আকর্ষণের বশে যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক খুব একটা টেকে বেশি সময় তাও নয়। তাহলে উপায়? কি করা উচিৎ সেই ক্ষেত্রে?

শারীরিক আকর্ষণ যেকোনো সম্পর্কের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই মনের মিল থাকলে কি একে ওপরের সাথে শারীরিক সাচ্ছন্দ্য তৈরি করে নেওয়া সম্ভব? অনেক বিশেষজ্ঞের মতে, খুব একটা অসম্ভবও নয়। কিছু বিষয় মাথায় রাখতে হবে।

• প্রথমবার মেলামেশা করেই ফাইনাল ডিসিশন নিয়ে নেবেন না। অন্তত কিছু দিন মেলামেশা করুন। অনেকে একটু ইন্ট্রোভার্ট হয়, সহজে নিজেকে মেলে ধরতে পারে না তাড়াতাড়ি। তাই কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন।

• কারো সাথে প্রথমবার ডেটে যাওয়ার আগে একগাদা প্রত্যাশা করবেন না। আপনার সাথে যার পরিচয় হতে চলেছে সে একজন সতন্ত্র ব্যাক্তিত্বের মানুষ। তাই সে একেবারে আপনার স্বপ্নের মতন হবেন এমনটা ভাববেন না। মানুষকে চিনবেন, তেমনই মানসিকতা নিয়ে যান। সম্পর্ক হোক না হোক এক বন্ধু পেয়ে যেতে পারেন।

• একসঙ্গে অনেক স্মৃতি তৈরী করুন। শুধু মাত্র চার দেওয়ালের রেস্তরাঁয় বসে সময় কাটাবেন না। দু’জনে একে অপরের হবির বিষয়ে জানুন। কোনও কাজ একসঙ্গে করতে পারেন। এতে রোমাঞ্চকর অনেক কিছু একসাথে করা যেতে পারে।

• চুম্বনের প্রথম অভিজ্ঞতা অনেক কিছু বদলে দিতে পারে। যাঁর সাথে প্রথম পরিচয়ে মনে হয় এর সাথে শারীরিক আকর্ষণ তৈরী হওয়া সম্ভব নয়, তার সাথে একটি চুম্বনই পাল্টে দিতে পারে অনেক কিছু, অনেক দৃষ্টিভঙ্গি।

• একে অপরের সেন্সুয়াল ফ্যান্টাসি বা যৌন-অভিজ্ঞতা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করুন। কী ভাল লাগে, কী ভাল লাগে না, সে বিষয়ে খোলামেলা আলোচনা করুন। দেখবেন একে ওপরের সাথে সহজ হতে পারবেন।

Related posts

ভয়াবহ দাবানলে জ্বলে খাক গ্রিস তুরস্ক সহ দক্ষিণ ইউরোপ, ঘরছাড়া কয়েক হাজার, মৃত অন্তত ১০

News Desk

শ্রীদেবী নয়, এই নায়িকাই বনি কাপুরের প্রথম প্রেম! জানেন কে?

News Desk

লকডাউনে ওষুধ কিনতে বেরোনোর ‘অপরাধে’ যুবককে চড় জেলাশাসকের, দায়ের এফআইআর! ভাইরাল ভিডিও

News Desk