Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আগের সব চ্যাট রেখেই বদল করা যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার! জানুন নতুন ফিচারের যাবতীয় তথ্য

পৃথিবীর সোশ্যাল মিডিয়ার (Social Media) তালিকায় অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক বা অধুনা মেটা (Meta)-র হোয়াটসঅ্যাপ। সহজ ইউজার ইন্টারফেস হওয়ার কারণে এই অ্যাপটি বহু ব্যাবহারকারীর প্রিয় মেসেজিং অ্যাপ। এই অ্যাপ ব্যাবহার করে মেসেজে কথাবার্তা সারতে পছন্দ করেন অনেকেই।বেশিরভাগ ইউজারেরই তাই পছন্দের তালিকায় এক নম্বর এই অ্যাপ। অনেক সময় নম্বর সেভ না করেও চ্যাট করা যায় হোয়াটসঅ্যাপে। কিন্তু মুশকিলটা হয় যদি কেউ নিজের হোয়াটস্যাপ নাম্বার পরিবর্তন করতে চায়। পুরনো যত চ্যাট ,যত মেসেজের আদান-প্রদান, সেগুলি আর পাওয়া যেত না। তাই হঠাৎ করে হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করার কথা কেউ ভাবতো না। কিন্তু এবারে তা সম্ভব। আগের সব চ্যাট রেখেই বদল করা যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার! জানুন নতুন ফিচারের যাবতীয় তথ্য

১) পুরনো চ্যাট বজায় নতুন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ খুলতে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন থেকে প্রথমেই Whatsapp খুলুন।

২) এবার সেটিংস খুলে অ্যাকাউন্ট অপশন ওপেন করুন।

৩) চেঞ্জ নম্বর অপশনটি সিলেক্ট করে নিন। এবারে একটি নতুন অপশন খুলে যাবে যেখানে ইংলিশে লেখা থাকবে যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ফোন নম্বর বদল করলে আপনার অ্যাকাউন্ট ইনফো, গ্রুপ এবং সেটিংস মাইগ্রেট হয়ে যাবে।’ তারপরে নেক্সট বাটনে ট্যাপ করুন।

৪) এবার আপনাকে পরপর দিতে হবে আগের পুরনো হোয়াটসঅ্যাপ নম্বর এবং নতুন ফোন নম্বরটি। এন্টার করুন এবং তারপরে নেক্সট অপশনে ট্যাপ করুন।

৫) একটি নতুন মেসেজ আপনি দেখতে পাবেন। যেখানে Whatsapp Number বদল করার আপনার সিদ্ধান্তটিকে কনফার্ম করতে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট নম্বরকে এই বিষয়ে নোটিফাই করতে চান কি না।

৬) এখান থেকে যেকোনো তিনটি অপশন আপনি বেছে নিতে পারেন – সমস্ত কন্ট্যাক্টস, যে সব কন্ট্যাক্টসের সঙ্গে আমি চ্যাট করেছি শুধু তাদের এবং কাস্টম অর্থাৎ আপনি বাছবেন। দরকার মত যে কোনও একটি অপশন বেছে নিন।

৭) এবার ডান অপশনে ট্যাপ করুন।

সবশেষে Whatsapp আপনাকে নতুন নম্বরটি রেজিস্টার করতে বলা হবে। হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মতোই আপনার নতুন ফোন নম্বরেও আসবে একটি ছয় ডিজিটের কোড। সেটিকে এন্টার করতে হবে। পুরো প্রক্রিয়াটি উপরের বলা স্টেপ অনুযায়ী করলেই আপনার হোয়াটসঅ্যাপ নম্বর বদলে যাবে কিন্তু আগের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটই থেকে যাবে।

Related posts

প্রেমে ঠকিয়ে দিয়েছে বৌদি! শোক সামলাতে না পেরে মাঝ গঙ্গায় ঝাঁপ যুবকের!!

News Desk

ভারতবর্ষের শেষ রেল স্টেশন! কোথায় অবস্থিত এই স্টেশন জানেন কি?

News Desk

মোবাইল নম্বর বা UPI নেই? আধার নম্বর ব্যাবহার করেই পাঠানো যাবে টাকা, জানুন পদ্ধতি?

News Desk