Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতে কোভিড সংক্রমন লাগামছাড়া! দ্রুত ভারত ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের

করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ কাঁপছে । রোজই ভারতে নতুন রেকর্ড তৈরি হচ্ছে । সংক্রমণের সঙ্গে মৃত্যুও পাল্লা দিয়ে বাড়ছে । এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দিল আমেরিকা, নিজেদের দেশের নাগরিকদের জন্য । করোনা পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ভারতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । সেই সঙ্গে ভারতে যেসব আমেরিকানরা রয়েছেন, যত দ্রুত সম্ভব ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের ।

অতিমারী পরিস্থিতিতে আমেরিকা ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে । অতিমারির প্রাথমিক পরিস্থিতিতে ভারত যেভাবে সাহায্য করেছিল, ঠিক ,সেভাবেই ভারতের প্রয়োজনে আমরা সাহায্য করব, টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন।

এদিকে, আরও লাফিয়ে বাড়ল সংক্রমণ এই কদিনে । সেই সঙ্গে অতীতের সব রেকর্ড ভেঙে দিল দেশে ভাইরাসে মৃত্যুর সংখ্যা । এ কদিনে দেশে করোনায় ৩ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে । যা এখনও রেকর্ড দৈনিক মৃত্যুর নিরিখে ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, করোনায় একদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫০৭ সাম্প্রতিক কালে । দেশে করোনায় ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ হল মোট আক্রান্তের সংখ্যা । মোট ১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন । মোট ২ লাখ ৪ হাজার ৮৩২ জন মৃতের সংখ্যা । এই মুহূর্তে দেশে ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪ জন অ্যাক্টিভ কেসের সংখ্যা ।

করোনা পরিস্থিতিতে এ বছরের জন্য উত্তরাখণ্ড সরকার চার ধাম যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিল । সাম্প্রতিক সময়ে চার ধাম যাত্রা বাতিলের সিদ্ধান্তের কথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত জানিয়েছেন। আগামী মাসের থেকে চার ধাম যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিছুদিন আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘সকলে করোনা বিধি মেনে চলুন। অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কঠিন সময়ে ধৈর্য্য হারালে চলবে না’।

Related posts

এই যুগের ধৃতরাষ্ট্র! একটি নয়, দুটি নয়, ১০৭ সন্তানের জনক ৬১ বছর বয়সী এই ব্যক্তি

News Desk

মহাভারতের গান্ধারীর অভিশাপেই আজ চরম দুর্দশার পথে আফগানিস্তান! পুরাণে রয়েছে বর্ণিত

News Desk

৭৫ ঊর্ধ্ব বয়সীদের জন্য দুর্দান্ত সুযোগ আনলো এই রাজ্যের সরকার! বিমানে করে তীর্থযাত্রা

News Desk