Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতের পুলিশের উর্দির রঙ খাকি কেন? আর কলকাতা পুলিশের ইউনিফর্ম কেন সাদা! জানেন?

সমাজের আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব ভার বর্তায় কোনো দেশের পুলিশ বাহিনীর উপর। পৃথিবীর সব দেশেই আছে তার নিজস্ব পুলিশ প্রশাসন। আর প্রতি দেশের পুলিশের আছে এক নিজস্ব উর্দি বা ইউনিফর্ম। নানা দেশে নানা ডিজাইনের আর রঙের ইউনিফর্ম থাকে পুলিশের। ঠিক তেমন ভাবেই ভারতের বেশীরভাগ অঞ্চলেই পুলিশের ইউনিফর্ম খাকি রঙের। এই কারণে পুলিশ ইউনিফর্ম কে খাকি নামে ডাকা হয়। কিন্তু কেন পুলিশ ইউনিফর্ম ভারতে খাকি রঙের করা হয়? এর উত্তর খোঁজার চেষ্টা করা হল।

সাধারণত যে কোনো দেশের কোনো সেবাসংস্থার পোষাক কি হবে তার নির্ণয় করার সময় কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। এক সেই দেশ আর তার কৃষ্টি এবং জনজাতির কথা মাথায় রেখে। আরেকটি সেই দেশের আবহাওয়া জলবায়ু অনুসারে। যেমন শীতপ্রধান দেশগুলোর পুলিশের পোষাকের রঙ সাধারণতঃ রাখা হয় কালো। কেননা কালো পোশাক গরম থাকে। তেমনই ভারতে কিছু বিষয় মাথায় রেখে পুলিশের উর্দি নির্বাচন করা হয়।

এই বিষয়ে যোগাযোগ আছে ব্রিটিশ সময়ের… ইতিহাসের দিকে তাকালে জানা যায় ব্রিটিশ শাসনাধীন ভারতে প্রথম পুলিশ বাহিনী নিযুক্ত হয়। ব্রিটিশদের মনে হয়েছিল ভারত বর্ষ বেশিরভাগ ক্ষেত্রেই গরম প্রধান দেশ আর্দ্রতা বেশি থাকার জন্য এখানকার পুলিশের ইউনিফর্ম সাদা রংয়ের করলে ভালো হয়। কেননা সাদা রং গরমে পড়লে আরাম আর তাপ শোষণ করে না। কিন্তু গোল বাঁধলো অন্য জায়গায়। দেখা গেল শহর বাদে গ্রামে-গঞ্জে পুলিশ কাজে বেরোলে ধুলোমাটি কাদায় সাদা পোশাক খুব তাড়াতাড়ি রং হারাতো। তাই সাদার জায়গায় রং পাল্টে পুলিশের উর্দি খাকি রঙের করা হয়। এরপর ১৮৬১ সালে ভারতে ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট বানানো হয়। সেই থেকে খাকি পোশাককেই পুলিশের উর্দি বলে নির্বাচন করা হয়। তাই তৎকালীন ব্রিটিশ সময় থেকেই ভারতীয় পুলিশের ইউনিফর্ম রয়ে গেছে রং খাকি।

কিন্তু কলকাতা পুলিশের ইউনিফর্মের রং সাদা। এই বিষয়ে তথ্য অনুসন্ধান করলে জানা যায় কলকাতা শহরাঞ্চল থাকায় এখানে ধুলোমাটি ইত্যাদি সমস্যা কম ছিল। তাই এখানকার পুলিশের ইউনিফর্মের রং সাদা রাখা হয়। এরপর কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হয় দিল্লি হলেও ঐতিহ্য বজায় রাখতে কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদাই রেখে দেওয়া হয়। সেই ঐতিহ্য আজ অব্দি চলে আসছে। তাই সবার সাথে ইউনিফর্ম এর নকশা আরো নানান বিষয়ে কিছু পরিবর্তন এলেও ভারতের পুলিশের ইউনিফর্ম কিছুটা ব্রিটিশ সময়ের সংস্করণ হিসেবে রয়ে গেছে।

Related posts

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ঘরে এনে যুবকের কুকর্ম! ঠাকুমা ঢুকে পড়তেই যা দেখলো

News Desk

সূর্যের ভবিষ্যৎ বললো বিজ্ঞানীরা, নিভে যাওয়ার আগে গিলে ফেলবে সৌরজগতের এই ৩টি গ্রহ

News Desk

কোভ্যাক্সিন-কোভিশিল্ডের মিলিত ডোজ করোনা ঠেকাতে বেশী কার্যকরী। দুটি টিকার মিলিত ট্রায়ালে অনুমতি DCGI-র

News Desk