Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অফিসের বসের উপর ঝাল মেটাতে তেলের ডিপোয় আগুন দিল মহিলা কর্মী! পুড়ে ছাই কোটি কোটির সম্পত্তি

এক অদ্ভুত ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। এক মহিলার বিরুদ্ধে এমন এক অভিযোগ উঠেছে যা শুনলে যে কেউ চমকে যাবে। ওই মহিলা নাকি এক তেলের ডিপোতে আগুন লাগিয়েছে। অবাক হওয়ার এখনও বাকি আছে, ওই মহিলা নাকি ওই ডিপোতেই কাজ করতেন। এখন প্রশ্ন আসাই স্বাভাবিক যে ওই মহিলা কেন তেলের ডিপোতে আগুন লাগিয়েছেন ? পুলিশ নিজেও অবাক হয়ে গেছেন! অ্যান শ্রিয়া নামে ৩৮ বছরের ওই কর্মী শুধুমাত্র বসের সাথে অশান্তি হওয়ায় এই কাজটি করেছেন। বসের উপর ক্ষুদ্ধ হয়েই কোটিকোটি টাকার সম্পত্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন।

অ্যান শ্রিয়া একটি তেলের ডিপোয় কাজ করতেন থাইল্যান্ডের নাখোন পাথোম প্রদেশে। তাঁর উপর নাকি দীর্ঘদিন ধরেই বেজায় খাপ্পা বস্। শ্রিয়ার প্রাণ ওষ্ঠাগত নিত্য বসের ধমক আর বকুনির চোটে। তেমনই একটি দিন ২৯ নভেম্বরও ছিল। মনটা খিঁচড়ে গিয়েছিল সকালে দফতরে ঢুকেই বসের ধমক শুনে। ফের এক দফা ধমক দুপুরের বিশ্রামের পর কাজে ফিরে। তাতেই শ্রিয়ার ধৈর্যের বাঁধ ভাঙল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তেলের গুদামের দিকে এগিয়ে যাচ্ছেন শ্রিয়া একটি কাগজের টুকরো হাতে ধরে। তাঁকে অবসন্ন অবস্থায় তার কিছুক্ষণের মধ্যেই হাঁটতে হাঁটতে ফিরে আসতে দেখা যায়। কানফাটা বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখা মিনিট দুয়েকের মধ্যেই। এমনই আগুনের দাপট যে, দাউদাউ আগুন দেখা যাচ্ছিল গোটা প্রদেশ থেকে আকাশে তাকালেই।

দু’দিনের লাগাতার চেষ্টায় ৪০টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ভারতীয় মুদ্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ। শ্রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আসল ঘটনা তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে। শ্রিয়া জানান, কাগজে আগুন ধরিয়ে তা তিনি রাগের বশে ছুড়ে দেন তেলের পিপের উপর। তারপর এতো টাকার সম্পত্তি জ্বলে পুড়ে ছাই।

Related posts

লজে অন্য মেয়ের স্বামীর অশ্লীল ছবি দেখে প্রতিবাদ! স্ত্রীকে খুন করে ঝুলিয়ে চম্পট দিল স্বামী

News Desk

২৭ নভেম্বর: প্রথম ক্রুসেডের প্রচার থেকে নোবেল পুরস্কার শুরু, উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে শাপমুক্তি, দীর্ঘ ৫৩ বছর পরে ফের ইউরোপ সেরা ইতালি

News Desk