Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আজ রাম সীতার বিবাহ পঞ্চমী! জানুন এই দিনটির গুরত্ব ও মাহাত্ম্য

আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাম সীতার বিবাহ পঞ্চমী। চলতি বছরের পঞ্জিকা অনুসারে ইংরাজি ক্যালেন্ডারের ৮ ডিসেম্বর বুধবার পড়েছে এই বছরের বিবাহ পঞ্চমী তিথি। তাই এইদিন দেশজুড়ে পালিত হচ্ছে বিবাহ পঞ্চমী (Vivah Panchami 2021) উৎসব। হিন্দুদের কাছে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষত নেপাল, উত্তর ভারত নানা জায়গায় এই দিনটি পালিত হয় বিশেষ সমারোহের সাথে। হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে এই বিবাহ পঞ্চমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মহাকাব্য রামায়ণ মতে ত্রেতা যুগে এই তিথিতে বিবাহ সম্পন্ন করেছিলেন শ্রীরামচন্দ্র ও সীতা মা।

চলতি বছরের পঞ্চমী তিথি শুরু হয়েছে ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে এবং পঞ্চমী তিথির ছাড়বে ৮ ডিসেম্বর রাত ৯টা ২৫ মিনিটে।

ইংরেজি ক্যালেন্ডার মোটামুটি প্রতি বছরই সাধারণত ডিসেম্বর বা জানুয়ারি মাসে পড়ে বিবাহ পঞ্চমী। পুরাণ অনুযায়ী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিয়ে হয়েছিল রাম সীতার। এই দিনেই অধুনা নেপালের জনকপুরে রাজা জনকের কন্যা সীতার স্বয়ংম্বরে উপস্থিত হয়েছিলেন শ্রীরামচন্দ্র। সীতাকে বিয়ের শর্ত হিসাবে দেবাদিদেব হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করেছিলেন শ্রী রাম।

ভারত এবং নেপালে এই দিনটি ধুমধাম এর সহিত পালিত হয়। তবে সব থেকে জাকজমকের সাথে এই দিনটি পালিত হয় রাম জন্মভূমি অযোধ্যায়। রাম সীতার নানা উপাসনা এবং অন্যান্য নানা আচার ও পূজা অর্চনার মাধ্যমে রাম ও সীতার বিবাহবার্ষিকী পালন করেন ভক্তেরা। অনেকে এই দিন উপবাস রাখেন। রাম ও সীতার পুজো করে তবেই সন্ধেয় উপবাস ভঙ্গ করা হয়। নিষ্ঠা সহকারে রাম ও সীতার মূর্তির বিবাহ দেন বহু ভক্ত।

হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী বিশ্বাস যে যদি কারও বিয়ে না হয় কিছুতেই বা কেউ যদি বিবাহ পরবর্তী দাম্পত্য জীবনে সমস্যা ও অশান্তি ভোগ করেন তাহলে এই পঞ্চমী তিথিতে উপবাস রেখে পুজো করলে সে সব সমস্যার সমাধান হবে। বিবাহ পঞ্চমীর দিনটি বিশেষ শুভ হওয়ায় এই দিনে বিয়ে করেন অনেকে। বাড়িতে এবং মন্দিরে এদিন মাটির প্রদীপ জ্বালানো হয়। অনেক জায়গায় বাড়িতে এদিন ভগবানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয় না না মিষ্টি।

Related posts

৫ তলা বাড়ীর ছাদে ২০ বছরের ছোট যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা, তারপরেই বেরিয়ে এল মহিলার আসল রূপ

News Desk

দেশের নিস্তার মিলছে না করোনার সংক্রমণ থেকে , বাড়লো দৈনিক সংক্রমণের সংখ্যা

News Desk

সন্ধ্যাবেলা নিয়ম মেনে এই কাজগুলি করুন! কেটে যাবে সমস্ত বাস্তু দোষ ,ফিরবে সমৃদ্ধি

News Desk