Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনার জেরে কি এখন থেকে অনলাইন কোর্সই ভরসা? কি বলছে AICTE

২০২০ সালে ভারতে হানা দেয় ভয়ঙ্করকরোনাভাইরাস। একে একে বন্ধ হয়ে যায় সমস্তশিক্ষাপ্রতিষ্ঠান। এক বছর পেরিয়ে গেলেও করোনা অতিমারির কারণে স্কুল ও কলেজের পঠনপাঠন প্রায় বন্ধ। বাড়িতে বসেই চলছে অনলাইন ক্লাসে পড়াশোনা।

শিক্ষা ক্ষেত্রের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাই এবার অনলাইন কোর্সের শিক্ষার্থী ভর্তির সিট বাড়ানোর সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা AICTE। সম্প্রতি এর জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করেছে সংস্থাটি। নতুন এই নির্দেশিকায় AICTE অনুমোদিত যে সব কলেজে অনলাইন কোর্স আছে, সেই অনলাইন কোর্সগুলিতে এবার থেকে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীর অ্যাডমিশন করাতে পারবে কলেজগুলি।

এর আগে পর্যন্ত এমনি ক্লাসরুম কোর্সের সিট সংখ্যার তুলনায় তিনগুণ বেশী ছাত্রছাত্রীকে অনলাইন কোর্সে ভর্তি নেওয়া সম্ভব ছিল। কিন্তু আতিমারিতে এবার এর থেকেও বেশী ছাত্র ছাত্রী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলো AICTE।

বিশ্ববিদ্যালয় নিয়ামক সংস্থা বা ইউ জি সি (UGC)-র অনলাইন ও ডিসট্যান্স কোর্সের নির্দেশ অনুযায়ীই AICTE অনুমোদিত কলেজগুলিতে অনলাইন কোর্সের ক্ষেত্রে ছাত্র ভর্তির আর কোনও নির্দিষ্ট সীমা রইল না। ফলে বিভিন্ন অনলাইন কোর্সের ক্ষেত্রে নিজেদের ইচ্ছে ছাত্র ছাত্রী ভর্তি নিতে পারবে কলেজগুলি।

গত বছর কোভিড আতিমারির ফলে দেশ জুড়ে নয়া শিক্ষা নীতি আনার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। কলেজের স্টুডেন্ট-সংখ্যা বৃদ্ধিতে অনলাইন কোর্সের উপর জোর দেওয়া হয়েছিল এই নতুন শিক্ষানীতিতে। এবারে এই নতুন নির্দেশিকা সেই শিক্ষা নীতি প্রয়োগ করার একটি উদ্যোগ বলেই মনে করছে শিক্ষা মহল।

Related posts

ফলোয়ারদের থেকে ৪০০ কোটি টাকা তুলে দুই মাস কোথায় সুন্দরী ইউটিউবার? উঠলো অভিযোগ

News Desk

হোলি খেলা শেষে স্নান করতে গিয়েই সর্বনাশ! বাথরুমে মর্মান্তিক পরিণতি সদ্য বিবাহিত দম্পতির

News Desk

এক ধাক্কায় আবারও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ৮ রাজ্যের ঊর্ধ্বমুখী R-Factor

News Desk